Samakal:
2025-11-03@08:33:54 GMT

কুইনাইন সারাবে কে

Published: 17th, January 2025 GMT

কুইনাইন সারাবে কে

খবরটি পড়ে বিস্মিত হবো, নাকি অভিভূত হবো বুঝতে পারিনি। বিএনপির কর্মীরাও যে এতটা সাহসী (?) হতে পারেন, ধারণায় ছিল না। বিশেষ করে আওয়ামী লীগের ১৫ বছরে তাদের লুকোচুরির আন্দোলন দেখে সে রকম মনে হওয়াই স্বাভাবিক। খবর হলো, মুন্সীগঞ্জের শ্রীনগর থানার পুলিশকে মারধর করে হাজত থেকে এজাহারভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী। গত ১৯ নভেম্বর সংঘটিত একটি মারামারির ঘটনায় এজাহারভুক্ত আসামি ছিলেন শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম। ১০ জানুয়ারি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর স্থানীয় বিএনপির প্রায় ২০০ নেতাকর্মী থানা ঘেরাও করে রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ স্লোগান দিয়ে আসামি তরিকুলকে হাজত থেকে বের করে নিয়ে যান। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘটনা অস্বীকার করেছেন। তিনি এও বলেছেন, ‘থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা বিশ্বাসযোগ্য নয়। এমন হতে পারে, যে আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছিল, সে রাস্তা থেকে পালিয়ে গেছে।’ 
রাজনৈতিক নেতাকর্মীর কাছ থেকে মানুষ আইনের প্রতি শ্রদ্ধা ও সহনশীল আচরণ প্রত্যাশা করে। গ্রেপ্তার যুবদল কর্মীকে মুক্ত করার সোজা পথ ছিল পরদিন আদালত থেকে তাঁকে জামিনে ছাড়িয়ে আনা। স্থানীয় বিএনপি নেতাকর্মী সে সোজা পথে না হেঁটে পেশিশক্তি ব্যবহারের বাঁকা পথেই হেঁটেছেন। এ ধরনের ঘটনা আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে দেখেছি। তখন থানা-পুলিশ ছিল ক্ষমতাসীনদের হুকুমবরদার। তাদের হুকুমে পুলিশ নড়াচড়া করত। সেই  যুগাবসানের পর দেশবাসী এই ভেবে স্বস্তি পেয়েছিল যে, এবার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে; মানুষ ন্যায়বিচার পাবে। বাস্তবতা ভিন্ন।

গত ১০ জানুয়ারি জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে দেশের বর্ষীয়ান বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড.

সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘সরকারের পতন হয়, কিন্তু ব্যবস্থার পতন হয় না। সেটা আগের মতোই রয়ে যাচ্ছে। সত্য কথা তো এই যে, অপরাধীদের শাস্তি হয় না। অসুস্থ সমাজে বাস করছি আমরা।’ জাতির বিবেক ও জাতীয় মুরুব্বি হিসেবে সর্বজনস্বীকৃত সিরাজুল ইসলাম চৌধুরী অবান্তর কথা বলেননি; এ বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। লক্ষণীয়, তিনি যখন রাজধানীতে ওসব কথা বলছিলেন, ঠিক তখনই তাঁর জন্মস্থান বিক্রমপুরের শ্রীনগরে থানা হাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ দেশের শান্তিপ্রিয় মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গত বছরের ৫ আগস্ট পতন হয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। ১৫ বছরের একাধিপত্যে আওয়ামী লীগ হয়ে উঠেছিল হাতি সমতুল্য। কোনো রাজনৈতিক দলই তাদের টলাতে পারছিল না। এমন সময়ে ঠোঁটে কঙ্কর (নুড়ি পাথর) নিয়ে আবাবিল পাখির মতো হাজির হয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। নিমেষেই ধ্বংসপ্রাপ্ত হয় আওয়ামী লীগের হাতিবাহিনী।

আওয়ামী লীগের পতনের পর মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে নতুন উপদ্রবের খবর। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের বড় রাজনৈতিক শক্তি বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী একের পর এক ন্যক্কারজনক ঘটনার জন্ম দিতে থাকে। বাসস্ট্যান্ড, লেগুনাস্ট্যান্ড, লঞ্চঘাট, মাছঘাট, মাছের আড়ত, রাজধানীর ফুটপাত, গ্রাম-গঞ্জের বাজার ও রাস্তার পাশের টং দোকান– সবখানে তারা থাবা বিস্তার করে লিপ্ত হয় দেদার চাঁদাবাজিতে। পত্রপত্রিকায় সেসব খবর প্রকাশিত হতে থাকে। দলটির একজন যুগ্ম মহাসচিব (নারী) আওয়ামী লীগের পতনের এক দিন পরেই বরিশালে একটি পুকুর দখল করে চাঞ্চল্যের সৃষ্টি করেন। এসব ঘটনায় প্রমাদ গোনেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কঠোর অবস্থান নেন এসব অপকর্মের বিরুদ্ধে। বরিশালের ওই নেত্রীর দলীয় পদ স্থগিতসহ গত পাঁচ মাসে সারাদেশে দলটির বিভিন্ন পর্যায়ের প্রায় দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও তাদের অপ্রতিরোধ্য গতি থামানো যাচ্ছে না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সরকারে না আসতেই দলের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পাঁচ মাসে যদি দেড় হাজার কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তাহলে সরকারে এলে পাঁচ বছরে কতজনকে সাংগঠনিক ব্যবস্থার গিলোটিনে দিতে হবে? তখন আবার ‘ঠগ বাছতে গাঁ উজাড়’ হবে না তো?

শ্রীনগর থানায় যে ঘটনাটি ঘটেছে, তা দেখে ওই এলাকার পরিচিত অনেকেই ফোন করে বলেছেন, ‘আমরা রাজনৈতিক দলের অনেক অপকর্মের সাক্ষী। থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা আমাদের এলাকায় আগে কখনও ঘটেনি।’ ‘এটা কীসের আলামত’– এ প্রশ্নও করেছেন তারা। তাদের সে প্রশ্নের জুতসই কোনো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমার শুধু মনে হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর কথা। তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনি ‘দেশে-বিদেশে’ গ্রন্থে উল্লেখ আছে– প্রচণ্ড জ্বরে আক্রান্ত মুজতবা আলীকে ‘কুইনাইন’ খাওয়ার পরামর্শ দিলেন তাঁর এক বন্ধু। জ্বরে কাতরাতে কাতরাতে সৈয়দ মুজতবা আলী বললেন, ‘কুইনাইন তো জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে?’ কুইনাইন প্রচণ্ড তেতো, ম্যালেরিয়া জ্বরের ওষুধ। 

দুঃশাসন-দুরাচারিত্বে দেশবাসীকে অতিষ্ঠ করেছিল আওয়ামী লীগ। গণঅভ্যুত্থান তাদের হটিয়ে মুক্তি দিয়েছে জাতিকে। এখন যাদের আবির্ভাব ঘটতে যাচ্ছে এবং তারা হাতের যে পেশি দেখাতে শুরু করেছেন, তা থেকে পরিত্রাণের উপায় কী? 

লেখক: সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক 

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ন ত কর ম র জন ত ক ব যবস থ ব এনপ র শ র নগর কর ম র র পতন র ঘটন সরক র আওয় ম

এছাড়াও পড়ুন:

শত্রুতার জেরে সাত গরুকে বিষ প্রয়োগের অভিযোগ, মারা গেছে ৩টি

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো চারটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ফলে দুই কৃষক পরিবারের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সিংগারকুল পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কীভাবে গরুগুলো মারা গেছে তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেছে প্রাণিসম্পদ বিভাগ। পুলিশ বলছে, তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।

আরো পড়ুন:

‎নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত

গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের 

এলাকাসাসী জানান, সিংগারকুল পূর্বপাড়া গ্রামের দুই ভাই মো. রাসুল গাজী ও হাসিব গাজী কৃষি কাজ করে সংসার চালান। তারা খামার করে কয়েকটি গরু লালন-পালন করছেন। শনিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে গরুর গোঙানির শব্দ শুনে পাশের বাড়ির এক আত্মীয় ছুটে গিয়ে ঘুম থেকে ডেকে তোলেন দুই ভাইকে। তারা স্থানীয় পশু চিকিৎসককে খবর দেন। সকাল হওয়ার আগেই তিনটি গরু মারা যায়। একই গোয়াল ঘরে থাকা একটি বড় ষাঁড়, একটি বাছুর ও অপর গোয়ালে থাকা দুটি ষাঁড় এখনো অসুস্থ। 

ক্ষতিগ্রস্থ কৃষক মো. রাসুল গাজী জানান, শত্রুতা করেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের গরুগুলোকে হত্যা করা হয়েছে। রাতেই টের পেয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচানো যায়নি গরুগুলো। দুই ভাইয়ের আরো চারটি গরু অসুস্থ রয়েছে। এতে তাদের অন্তত ৫-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি জানান, এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কারা তাদের গরু হত্যা করেছেন এ বিষয়ে জানতে চাইলে রাসুল গাজী বলেন, “ঘর থেকে বের হয়ে কয়েকজনকে দৌঁড়ে যেতে দেখেছি। তাদের চেহারা দেখতে পারিনি। ফলে কাউকে চিনতে পারিনি।” 

ক্ষতিগ্রস্ত কৃষক হাসিব গাজী বলেন, ‍“কারো সঙ্গে আমাদের শত্রুতা থাকতেই পারে। এই অবলা পশুগুলো কার কী ক্ষতি করেছে। কোন অপরাধে এদের হত্যা করা হলো। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এলাকাবাসী মো. ইমদাদ শেখ বলেন, “গত শনিবার রাতে বৃষ্টি হয়। এই সুযোগে গরুগুলোকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সর্দার বলেন, “সিংগারকুল পূর্বপাড়া গ্রামে কয়েকটি গরুকে বিষ খাওয়ানো হয় এমন খবর পেয়ে সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে যান। তিনি অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পয়জনজনিত কারণেই গরুগুলো মারা গেছে। মারা যাওয়া গরুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই গরু তিনটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।”

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তদন্ত শুরু করি। মারা যাওয়া গোরুগুলোর নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ