যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সময় ফ্যাসিবাদী ধাঁচের অভিবাদন জানিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন ইলন মাস্ক।
ইলন মাস্ক হচ্ছেন স্পেসএক্স, এক্স এবং টেসলার মালিক। তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান দাতা এবং উপদেষ্টা।
সোমবার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে ইলন মাস্ক বলেন, “আমি শুধু এটা বাস্তবায়নের জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই।”
এরপর মাস্ক তার ডান হাত বুকে চাপড়ান, আঙ্গুলগুলো ছড়িয়ে দেন এবং তারপর ডান হাত উপরের দিকে প্রসারিত করেন। এসময় তার আঙ্গুলগুলো একসাথে রেখে এবং হাতের তালু নিচের দিকে রেখেছিলেন তিনি।
এসময় জনতা মাস্কের সমর্থনে স্লোগান দিলে তিনি আবার ঘুরে হাত কিছুটা নিচু করে স্যালুট জানান।
তালু নিচু করে ডান হাত প্রসারিত করে উঁচু করার মাধ্যমে নাৎসি স্যালুট দেওয়া হয়। একে ইহুদি বিদ্বেষী হিসেবে দেখা হয়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইলন ম স ক
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।