ফরিদপুরের ভাঙ্গায় কলেজছাত্রী ও সাংবাদিক পরিচয়ে মাদক বহনের সময় দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে আটক করা হয় তাদের। 

এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, গাড়িটি তল্লাশির সময়ে আটক দুই নারী তাদেরকে সাংবাদিক ও কলেজছাত্রী পরিচয় দিয়ে তাদের আইডিকার্ড প্রদর্শন করে পুলিশের কাছে। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়ির মধ্যে তল্লাশি চালানোর পর গাজার কয়েকটি বান্ডেল পাওয়া যায়। 

আটকরা হলেন, বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম ও বাগেরহাটের কচুয়া থানার মো: সোহাগের স্ত্রী মারিয়া বেগম। 

ওসি জানান, ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়ক সংলগ্ন ভাঙ্গা পৌর সভার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া অতিক্রম করার পর একটি নোয়া গাড়িকে থামানোর সংকেত দেয় পুলিশ। এসময় পুলিশের চেকপোস্ট অতিক্রম করে গাড়িটি পালানোর চেষ্টা চালায়। পুলিশ গাড়ির পিছু নিয়ে ধাওয়া করার এক পর্যায়ে মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছে গাড়ির গতিরোধ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়েই গাড়ির চালক পালিয়ে যায়।  

তিনি জানান, গাড়িটি তল্লাশি করার পর ১৫ কেজি গাজা, ৩টি মোবাইল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার ফরিদপুর কোর্টে তাদের প্রেরণ করা হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আসিফ মাহমুদের পক্ষের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন। 

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বরে ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী জানান, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন।  সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হন, তাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।

আরো পড়ুন:

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। আমাদের অনেক সমর্থক আহত হন।”

হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।”

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। 

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যশোরে সাংবাদিকের ছেলে ছুরিকাহত
  • উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন