বনের ধারের বাঘ
আফসান বিন আনোয়ার
অনেক দিন আগের কথা। বনের ধারে একটা বাঘ ছিলো। সেই বাঘটা ছিলো অনেক ক্ষুধার্ত। যেই বাঘটা বনের মধ্যে একটা খরগোশ দেখতে পেলো, অমনি খরগোশের জন্য বাঘটা দৌড়ে এলো। তারপর বাঘটা খরগোশটাকে খেয়ে ফেললো! এরপর আরাম করে বিশ্রাম নিতে থাকলো।
বয়স : ২+২+২ বছর; কেজি, বেসিক ক্রিয়েটিভ স্কুল, ঢাকা
রাগী বাঘ মামা
সিদরাতুল মুনতাহা সপ্তর্ষি
এটা তো মনে হচ্ছে বাঘ। তবে তার অনেক রাগ। তাই দাঁত বেরিয়ে গেছে। চোখগুলো দেখো, কেমন ভয়ংকর দেখাচ্ছে।
রাগী বাঘ মামাকে আমি ভয় পাই। তাই ভয়ে ভয়ে তাকে রাঙিয়ে দিলাম!
বয়স : ৩+৩ বছর; কেজি, ডিএপিএস, মিরপুর, ঢাকা
এ তুমি, কে তুমি?
উম্মে নুদার তাহা
এ তুমি, কে তুমি? এলে কোথা থেকে? মনে হয় তোমাকে কোথাও দেখেছি। কিন্তু কোথায়? কোথায়? দাঁত দেখে মনে হচ্ছে এই বুঝি কামড়ে দেবে। এই যে, এতো তাড়াতাড়ি কেউ কি দৌড়ায়? তোমার এই লেজ দেখে আমি ভাবলাম, বুঝি সাপ। কিন্তু না। একটু ভালো করে তাকিয়ে বুঝে গেলাম এটি লেজ। আর হ্যাঁ তোমার নামটা কি একটু বলবে?
তাহা কোন শ্রেণিতে পড়ে তা লিখতে ভুলে গিয়েছে। তবে সে সাভারের হলি সোল আইডিয়াল স্কুলে পড়ে
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।