মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। আটক রাহুল উদ্দিন (২১) ভারতের ত্রিপুরা জেলার ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নম্বর গ্রামের গিয়াস মিয়ার ছেলে।
সোমবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলা বিওপির সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিক মো.
রাহুলকে আটকের আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাংলাদেশি নাগরিক মো. রাজু আহমেদ (২৫) পালিয়ে যান।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, আটক ভারতীয় নাগরিক বিভিন্ন সময় ভারত হতে পাচারকৃত চোরাচালান এবং মানব পাচারের সঙ্গে জড়িত। অনেকদিন ধরে আটক ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচারের অভিযোগে আইনি ব্যবস্থার জন্য জুড়ী থানায় হস্তান্তর করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।
উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।