দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় নিহত সবুজ মিয়ার লাশ জামালপুরের মেলান্দহ থেকে উত্তোলন করেছে পুলিশ। 

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের পূর্ব কোনামালঞ্চ এলাকা থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। নিহত মো. সবুজ মিয়া পূর্ব কোনামালঞ্চ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্রমিকের কাজ করতেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে আশুলিয়া থানা এলাকায় গুলিবিদ্ধ হন সবুজ মিয়া। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরের দিন ৬ আগস্ট তাকে নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

আরো পড়ুন:

দু’ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

দনিয়া কলেজের সামনে প্রকৌশলীকে কুপিয়ে হত্যা

নিহত সবুজ মিয়ার মা জরিনা বেগম এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উত্তোলন করা হয়েছে।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসমীন জাহান বলেন, তদন্তের প্রয়োজনে আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করা হয়েছে।

সবুজ মিয়া হত্যার ঘটনায় তার মা জরিনা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় ৫১ জনকে আসামি করে মামলা করেন।

ঢাকা/শোভন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সব জ ম য় তদন ত

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ