Samakal:
2025-11-03@08:29:22 GMT

বাটলারে অনড়, প্ল্যান-বি বাফুফের

Published: 31st, January 2025 GMT

বাটলারে অনড়, প্ল্যান-বি বাফুফের

নেপালে সাফ চলাকালে পিটার বাটলারের সঙ্গে মেয়েদের দ্বন্দ্বটা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিরও পরিকল্পনা সেই সময় নিয়েছিল ফেডারেশন। হিমালয়ের বুকে দ্বিতীয়বারের মতো সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা লাল-সবুজের পতাকা ওড়ানোয় কর্তাদের কঠোর মনোভাব শীতল হয়ে যায়। শাস্তির চিন্তা থেকে সরে গিয়ে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা আগামীর পরিকল্পনার জন্য ইংলিশ কোচ বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করে। কিন্তু মঙ্গলবার বাটলারের ডাকে মেয়েরা সাড়া না দেওয়ায় বাংলাদেশের নারী ফুটবলে থমথমে অবস্থা বিরাজ করছে। দাবি-দাওয়া না মানলে গণহারে অবসরের হুমকি দিয়ে রেখেছেন সিনিয়র ফুটবলাররা। তাদের সেই হুমকি কানে তুলছে না ফেডারেশন। কয়েকটি সূত্রে জানা গেছে, কোচ হিসেবে বাটলারই থাকবেন; এটা নিয়ে দ্বিতীয় কোনো ভাবনা নেই বাফুফে উইমেন্স কমিটির। মেয়েদের কানে এই বিষয়টি পৌঁছে দেওয়া হয়েছে। যদি নারী ফুটবলাররা না মানেন, তাহলে প্ল্যান ‘বি’তে চলে যাবে বাফুফে। সে ক্ষেত্রে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে ক্যাম্প থেকে বাদ দেওয়াও হতে পারে বলে সূত্রে জানা গেছে। কারণ, বাটলার নিজেই ফেডারেশন কর্তাদের বলেছেন, অনূর্ধ্ব-২০ ফুটবলাররা বেশ প্রতিভাবান। আর বাফুফের পাইপলাইন বেশ শক্তিশালী। সেই বিষয়গুলো নিয়ে ব্রিটিশ কোচের সঙ্গে আলোচনা করেছেন কর্মকর্তারা। তাই অন্য দাবি-দাওয়া নিয়ে আপত্তি না থাকলেও বাটলার ইস্যুতে ছাড় নয়। বরং অনুশীলনে ফেরানোর জন্য সাবিনা খাতুন-মাসুরা পারভীনদের চাপে রাখার পরিকল্পনা বাফুফের।

বাটলারের অধীনে অনুশীলন বয়কটের ধারাটা বৃহস্পতিবারও রেখেছেন সিনিয়র নারী ফুটবলাররা। গতকাল সকালে জিম সেশনে মাত্র ১২ ফুটবলার ছিলেন; যাদের সবাই নতুন। এটা জানার পর নারী ফুটবল নিয়ে কর্তারা যেমন উদ্বিগ্ন, তেমনি ক্ষুব্ধও। কারণ, ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে শক্তিশালী দল সাজানো প্রয়োজন। তাই ফেডারেশন চাচ্ছে, যতটা নমনীয় হয়ে সমস্যার সমাধান করতে। সভাপতি তাবিথ আউয়াল দেশে এলে মেয়েদের বেতন ইস্যুসহ অন্য বিষয়গুলো নিয়ে কাজ করবেন। বর্তমানে যুক্তরাজ্যে থেকেও নারী ফুটবলে বিদ্রোহের সমাধানের চেষ্টা করছেন তিনি। মেয়েদের বিদ্রোহের পেছনে কারও ইন্ধন আছে বলে মনে করেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। গতকাল সমকালকে তিনি বলেন, ‘আমার তো মনে হয়, কেউ ইন্ধন দিচ্ছে। আমি যতদূর জানি, পৃথিবীতে এটা (কোচের অধীনে না খেলা) কখনোই হয় না। একটা দলে কোচের কথাই শেষ কথা।’ সে ক্ষেত্রে আপনাদের করণীয় কী? ‘এটা নিয়ে মিডিয়াকে আমি আরও দু-তিন দিন পরে ব্রিফ করব। আমরা অভ্যন্তরীণভাবে কাজ করে যাচ্ছি। কাজ শেষ হয়ে গেলে আমি আপনাদের সামনে আসব।’ দলের মধ্যে কোনো গ্রুপিং হয়ে গেল কিনা? ‘জিনিসগুলো আমি জেনে নিই, বুঝে নিই; তার পর এ ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলব’– বলেন কিরণ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রাডারে বেশ কয়েকজন ফুটবলার থাকায় এমনিতেই ক্যারিয়ারে বেলা শেষের গান শুনছেন বর্তমান জাতীয় দলের অনেকেই। শুধু পারফরম্যান্স নয়, বয়সের কারণে ফিটনেস লেভেলও সেই অর্থে অনেকের নেই বলে মনে করছেন ফেডারেশনের কর্মকর্তারা। বিশেষ করে ৩১ বছর বয়সী অধিনায়ক সাবিনা খাতুনকে আগামীর পরিকল্পনায় বাটলার রাখতে চাচ্ছেন না বলে জানা গেছে। কোচ হওয়ার পর গত বছরের জুনে চায়নিজ তাইপের বিপক্ষে শুরুর একাদশে এ ফরোয়ার্ডকে রাখেননি বাটলার। সেই সময় থেকে ব্রিটিশ কোচের সঙ্গে মনোমালিন্য শুরু সাবিনার। ইনজুরির সঙ্গে লড়াই করে মাঠে ফিরলেও ২৪ বছর বয়সী কৃষ্ণা রানী সরকারকে সর্বশেষ সাফে বেঞ্চ গরম করতেই দেখা গেছে বেশি। ২৩ পার করা সানজিদা আক্তারের পারফরম্যান্সে মন ভরেনি বাটলারের। আর সংবাদমাধ্যমে সরাসরি কোচের বিরুদ্ধে কথা বলে এমনিতেই চাপে আছেন ২৩ বছর বয়সী ডিফেন্ডার মাসুরা পারভীন। আরেকটি সূত্রে জানা গেছে, শিউলি আজিম, মারিয়া মান্ডা, মনিকা চাকমাদের পারফরম্যান্স ও শৃঙ্খলাভঙ্গের বিষয়গুলো ফেডারেশন কর্তাদের কানে পৌঁছে দিয়েছেন বাটলার। তাই বর্তমানে চলা সমস্যার সমাধান না হলে সিনিয়র এসব ফুটবলারের ক্যারিয়ার বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে!

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল ফ টবল র কর ত র

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’