Samakal:
2025-09-18@01:30:20 GMT

এক্স-ফাইভ বি প্লাস

Published: 2nd, February 2025 GMT

এক্স-ফাইভ বি প্লাস

সময়োপযোগী বহুরূপী ফিচার আর পারফরম্যান্স চাহিদা পূরণে সাশ্রয়ী ফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। নতুন এক্স৫বি প্লাস মডেলের হ্যান্ডসেটে বিশেষ কিছু সুবিধার কথা বলেছে নির্মাতারা।
ব্যাটারি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার। টানা চার বছর ব্যবহার করার পরও ৮৫ শতাংশ ব্যাটারি সক্রিয় থাকে। ব্যাটারিতে থাকা সুপারপাওয়ার সেভিং মোডের কারণে ফোনে ১০ শতাংশ চার্জ থাকলেও সচল থাকে ১৯ ঘণ্টা।
অনেকে দীর্ঘক্ষণ স্মার্টফোন চালানো নিয়ে নানা ধরনের জটিলতায় ভোগেন। যার মধ্যে চোখের সমস্যা অন্যতম। যার সমাধান দেবে ই-বুক মোড, আই প্রটেকশন মোড, ডিসি ডিমিং ও ডায়নামিক ডিমিং ডিসপ্লের মতো ফিচার। প্রাকৃতিক আলোর সঙ্গে স্মার্টফোনের আলোর সমন্বয় করে কম আলোতে ঝক্কি ছাড়া ফোন চালানোর অভিজ্ঞতা দেবে। ডিসপ্লের আকৃতি ৬.

৫৬ ইঞ্চি। ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৩০ নিটস। অন্যদিকে, সানলাইট মোডের কারণে সূর্যের প্রবল আলোর নিচেও স্বচ্ছ স্ক্রিনের অভিজ্ঞতা মিলবে।

ক্যামেরা ও স্টোরেজ
প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের এআই আলট্রা-ক্লিয়ার। মেইন ক্যামেরা রয়েছে। নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার প্রয়োজন পূরণে কাজ করবে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
বাড়তি স্টোরেজ সুবিধায় রয়েছে ১২৮ জিবি রম। আগ্রহীরা ৬০ হাজার ছবি, ২৪ হাজার গান বা ২০০ মুভি অনায়াসে স্টোর করে রাখার সুযোগ পাবেন। গতির প্রশ্নে পারফরম্যান্স নিশ্চিত করবে ৪ জিবি র‌্যাম। চাহিদার প্রয়োজনে ব্র্যান্ডের টার্বো প্রযুক্তি ব্যবহার করে ফ্ল্যাশ মেমোরি থেকে বর্ধিত ৪ জিবি র‌্যাম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে।
নির্মাতারা জানান, ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আর

১২৮ জিবি স্টোরেজের স্মার্টফোনের দাম
১০ থেকে ১২ হাজার টাকার ভেতরে। বাজেটবান্ধব ফোন হিসেবে সময়ের প্রায় সব চাহিদা পূরণে মডেলটি ইতোমধ্যে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।
মডেলে রঙের বৈচিত্র্যে রয়েছে ওশেন ব্লু, মিডনাইট ব্ল্যাক ও স্ট্যারি পার্পল। তরুণরা যেমন সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় সব ফিচার ব্যবহার করতে চায়, তেমনি একটু বয়স হয়েছে এমন মানুষও জটিল হ্যান্ডসেট হাতে নিতে চান না। সবার কথা বিবেচনা করে ব্র্যান্ডটি এ মডেলের উন্নয়ন করেছে বলে জানানো হয়।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা