প্রায় এক বছর পাঁচ মাস পর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে জনপ্রিয় কে–পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’। দলটির এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। অফিশিয়াল ব্লগে টিজার ভিডিও প্রকাশ করেছে ব্ল্যাকপিঙ্ক।

এর আগে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ‘বর্ন পিঙ্ক’ ট্যুরে বিশ্ব ঘুরেছে লিসা, জেনিরা। এই ট্যুরে বিশ্বের ৩৪ শহরের ১৮ লাখ শ্রোতাদের সামনে গান শুনিয়েছে গানের দলটি। বলা হচ্ছে, এটিই নারীদের কে–পপ গ্রুপের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ল্ড ট্যুর।

ব্ল্যাকপিঙ্কের সদস্যেরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ