মাঘের হাড় কাঁপানো শীত। কুয়াশা ঘেরা আর মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সকালেই সুহৃদরা একে একে জড়ো হতে থাকেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের অস্থায়ী কার্যালয়ে। সেখান থেকে তারা ইজিবাইকের বহর নিয়ে ছুটে চলেন পঞ্চগড়ের ঐতিহ্যবাহী রাজারপাট ডাঙ্গা মিনি স্টেডিয়ামে। উদ্দেশ্য পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের বার্ষিক শিক্ষা সফর।
সম্প্রতি করতোয়ার কোলঘেঁষা ঐতিহ্যবাহী রাজারপাট ডাঙ্গা এলাকার মিনি স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। বনভোজনে আনন্দ-আড্ডা আর শিক্ষামূলক কার্যক্রমকে কেন্দ্র করে শীতের সময়ই মিনি স্টেডিয়ামের খোলা মাঠ সুহৃদদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। দুপুরের খাবারের পর পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সুহৃদ সমাবেশের প্রধান উপদেষ্টা ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজের ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাবেক সভাপতি ও পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম বক্তব্য দেন।
সঞ্চালনায় ছিলেন পঞ্চগড় সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ সময় ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী আতিক হোসেন লাবু এবং আবু বক্করসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টারা।
দিনভর আড্ডা, গান-বাজনা, খেলাধুলা, হইহুল্লোড়ে কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যায়, সেদিকে যেন খেয়াল নেই কারোর। দীর্ঘদিন পর এমন এক আনন্দঘন দিন উদযাপন করতে পেরে সমকাল সুহৃদ সমাবেশের সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুহৃদ সদস্যরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ভ রমণ শ ক ষ সফর ল ইসল ম
এছাড়াও পড়ুন:
রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা
১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০ শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা প্রথম আলোকে জানান, বাণিজ্য উপদেষ্টা তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। তবে আমরা ২০ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলাম।’
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হয়েছে।
ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের ওপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে। বাকি দেশগুলোর মধ্যে ভারতের ওপর ২৫ শতাংশ,পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।
আজ থেকে বাংলাদেশকে বর্তমানের গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে।
পাল্টা শুল্ক নিয়ে আলোচনা জন্য বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে টানা তিন দিন আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গল ও বুধবারের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা হয়।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ ছাড়াও দলে ছিলেন—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
আরও পড়ুন১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ ১ ঘণ্টা আগে