Samakal:
2025-11-03@11:17:00 GMT

আনন্দ-আড্ডার দিন

Published: 6th, February 2025 GMT

আনন্দ-আড্ডার দিন


মাঘের হাড় কাঁপানো শীত। কুয়াশা ঘেরা আর মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সকালেই সুহৃদরা একে একে জড়ো হতে থাকেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের অস্থায়ী কার্যালয়ে। সেখান থেকে তারা ইজিবাইকের বহর নিয়ে ছুটে চলেন পঞ্চগড়ের ঐতিহ্যবাহী রাজারপাট ডাঙ্গা মিনি স্টেডিয়ামে। উদ্দেশ্য পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের বার্ষিক শিক্ষা সফর।


সম্প্রতি করতোয়ার কোলঘেঁষা ঐতিহ্যবাহী রাজারপাট ডাঙ্গা এলাকার মিনি স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। বনভোজনে আনন্দ-আড্ডা আর শিক্ষামূলক কার্যক্রমকে কেন্দ্র করে শীতের সময়ই মিনি স্টেডিয়ামের খোলা মাঠ সুহৃদদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। দুপুরের খাবারের পর পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সুহৃদ সমাবেশের প্রধান উপদেষ্টা ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজের ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাবেক সভাপতি ও পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম বক্তব্য দেন।


সঞ্চালনায় ছিলেন পঞ্চগড় সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ সময় ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী আতিক হোসেন লাবু এবং আবু বক্করসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টারা।


দিনভর আড্ডা, গান-বাজনা, খেলাধুলা, হইহুল্লোড়ে কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যায়, সেদিকে যেন খেয়াল নেই কারোর। দীর্ঘদিন পর এমন এক আনন্দঘন দিন উদযাপন করতে পেরে সমকাল সুহৃদ সমাবেশের সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুহৃদ সদস্যরা।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভ রমণ শ ক ষ সফর ল ইসল ম

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ