নানা আপত্তি ও আলোচনা শেষে দুই দিনের জন্য অনুমতি পেয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ভুরঘাটা কুন্ডুবাড়ি মেলা। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে শুরু হওয়া মেলাটি চলবে বুধবার (২২ অক্টোবর) পর্যন্ত।

জেলা প্রশাসন সূত্র জানায়,, প্রতিবছর পাঁচ দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হলেও এ বছর শুধুমাত্র দুই দিন আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। গত বছর মেলা অনুষ্ঠিত হয়েছিল তিনদিন।

আরো পড়ুন:

দুই বাংলার ‘সীমান্ত মিলন মেলা’, ১০ বছর পর দুই বোনের দেখা

গাজীপুরে মেলায় জুয়ার আসর, বন্ধে ৩ দিনের আল্টিমেটাম

এলাবাসী জানান, প্রতিবছর মেলায় অশ্লীলতা, মাদক, জুয়া ও চাঁদাবাজীসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় আলেম সমাজ।

পরবর্তীতে মেলা কমিটির আবেদনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সীমিত আকারে দুই দিনের অনুমতি দেওয়া হয়। রবিবার দুপুরে জেলা প্রশাসক মোছা.

ইয়াসমিন আক্তার মেলার অনুমতি দেন।

কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন বলেন, “দুই দিনের জন্য কুন্ডুবাড়ি মেলার অনুমতি দেওয়া হয়েছে। মেলা নির্বিঘ্নে শেষ করতে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।”

সূত্র জানিয়েছে, মেলায় শৃঙ্খলা বজায় রাখতে ১৫টি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- অসামাজিক কর্মকাণ্ড বন্ধ, জুয়া ও মাদক বিক্রি নিষিদ্ধ, উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার পরিহার, ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর দোকান বসানো নিষিদ্ধ এবং রাত ১১টার পর মেলায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা।

ঢাকা/বেলাল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ল র খবর

এছাড়াও পড়ুন:

২৪ কোটির কানের দুল, সোনার পোশাক—একনজরে বলিউডের সবচেয়ে বড় দীপাবলি পার্টি

ছবি: ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ