Samakal:
2025-11-03@14:11:12 GMT

গায়ক সাদি বললেন, আমি পরীর যোগ্য

Published: 10th, February 2025 GMT

গায়ক সাদি বললেন, আমি পরীর যোগ্য

আগে গান নিয়ে চর্চায় থাকছেন গায়ক শেখ সাদী। এখন পরিমণি সঙ্গে নানা সম্পর্কে জড়িয়েও চর্চিত হয় তার নাম। আদালতে পরীমণির জামিনদার হওয়ার পর  ইতিমধ্যে তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে! দু’জনেই অবশ্য তা অস্বীকার করেছেন।

এদিকে, আবারও দু’জনকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সমাজমাধ্যমে ‘পরী’ সম্পর্কিত এক পোস্ট দিয়েছেন সাদী। সাদা পোশাকে নিজের তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য!’

সাদীর এই পোস্টে নায়িকা পরী মণি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’

এ ছাড়া অভিনেত্রী তাঁর নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে চাঁদ নিয়ে বানানো একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে প্রজাপতি আর ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‌‘আমার চাঁদ.

..’। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছে সাদীর গাওয়া গান ‘চাঁদটা কে বলব’!

সাদীর সেই পোস্টে একজন লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘বাঙালির সন্দেহ আজ অবধি কোনোটা ভুল হয়নি, এটাও হবে না।’ অন্যদিকে, পরী মণির পোস্টেও অনেকে সাদীকে ঘিরে মন্তব্য করছেন।

দু’জনকে ঘিরে নতুন এই আলোচনার বিষয়ে পরীমণি কিংবা সাদী—কারও মন্তব্য পাওয়া যায়নি।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের

তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর বিশ্ববরেণ্য ইসলামী বক্তা ড. জাকির নায়েককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দেওয়ার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী।

সোমবার (৩ নভেম্বর) এ দাবিতে ঢাবি উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথা জানান তারা।

আরো পড়ুন:

বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়: ডাকসু

ঢাবি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ২ কমিটি

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ নামের সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে তাকে দেশত্যাগে বাধ্য করা হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তাহলে তা দেশের মর্যাদাকে আরো উজ্জ্বল করবে।

এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে ডিগ্রি প্রদান করে দাবি জানান।

এছাড়া তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের প্রতি ক্রমবর্ধমান বুলিং, হ্যারাসমেন্ট ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার স্থানে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় জেনেছি, ইতোমধ্যেই হ্যারাসমেন্ট ও সাইবার ট্যাগিং প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটি দ্রুত কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা শাস্তির আওতায় আসে।
 

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ