বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “অন্তর্বর্তী সরকার রাষ্ট্র মেরামতে এখনো সফলতা দেখাতে পারেনি। ছয় মাস পেরিয়ে গেলেও এখনো বাজার ব্যবস্থা স্থিতিশীলতার ধার কাছে নেই। ব্যাংকিং ব্যবস্থাও স্থিতিশীল হয়নি। বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায়।”

তিনি আরো বলেন, “বৃহৎ রাষ্ট্রগুলো বলছে, নির্বাচিত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক হবে। ফলে সবকিছু মিলিয়ে এখন একটা নির্বাচন আবশ্যক এবং বিএনপিও সেটা চায়। এ বছরের ভেতরেই জাতীয় নির্বাচন হতে হবে।”

সোমবার (১০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

৮ দিনে ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির

মধ্যরাতে সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন

আহমেদ আযম খান বলেন, “অন্তর্বর্তী সরকার অনির্বাচিত হলেও এই সরকারকে জাতির স্বার্থে বিএনপি সমর্থন দিয়েছে। অন্তর্বতী সরকারের জবাবদিহিতা নেই। কারণ এই সরকার নির্বাচিত সরকার নয়।”

তিনি আরো বলেন, “আগে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচনগুলো করবে। এই মূহূর্তে কোনো স্থানীয় নির্বাচন নয়, কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নয়। প্রয়োজনীয় সংস্কার আগামী কয়েকমাসের মধ্যেই শেষ করা সম্ভব। প্রধান উপদেষ্টা খুব দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন বলে আমি বিশ্বাস করি।” 

এসময় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ সরক র

এছাড়াও পড়ুন:

তরুণদের শৃঙ্খলা ও দায়িত্ববোধ ভবিষ্যৎ গড়ে দেবে: জবি উপাচার্য

শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশসেবার মনোভাব তরুণদের জীবন গড়ে দেয় বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সম্মেলন কক্ষে রোভার ইন কাউন্সিলের ২০২৫–২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, “শৃঙ্খলাযুক্ত জীবন খুবই সন্তুষ্টির একটি ক্ষেত্র। এটি অর্জন কঠিন কিছু নয়, বরং ইচ্ছাশক্তিই এর মূল উপাদান। এখন থেকেই যদি শৃঙ্খলার চর্চা শুরু করা যায়, ভবিষ্যতে সফলতা অর্জন সম্ভব।”

আরো পড়ুন:

শিক্ষার গতিপথ ও উন্নয়ন নিয়ে ঢাবিতে সেমিনার

জবি দ্বিতীয় ক্যাফেটেরিয়া দ্রুত চালুর দাবি

তিনি বলেন, “এবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করতে পেরেছে, যা একটি বড় অর্জন। এ সফলতার পেছনে বিশ্ববিদ্যালয় পরিবারের পাশাপাশি রোভার স্কাউটদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”

নতুন কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মাহবুব হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মো. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মিন্টু আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক ও ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসান।

পরে রোভারদের নিবেদন ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • তরুণদের শৃঙ্খলা ও দায়িত্ববোধ ভবিষ্যৎ গড়ে দেবে: জবি উপাচার্য