জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নাম সংবলিত ‘ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন’ টানানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনে ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ওই হলে অবস্থান নিয়ে পুনরায় ব্যানারটি টানিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

ছাত্রদল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি আবাসিক হলে তারা ব্যানার টানিয়েছেন। শেখ রাসেল হলে ছাত্রদলের টানানো ব্যানার ওই হলের এক শিক্ষার্থী ছিঁড়ে ফেলেছেন বলে জানান শাখা ছাত্রদল নেতারা। ওই শিক্ষার্থী নাম শাকিল আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক সেলের সদস্য।  

অভিযোগের বিষয়ে শাকিল আলী বলেন, ‘ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়নের পর আমরা হলের সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম চলতে দেওয়া হবে না। এ কারণেই আমি ও কয়েকজন শিক্ষার্থী মিলে ছাত্রদলের ব্যানারটি খুলে রেখেছিলাম। যে দলই হোক না কেন, হলের অভ্যন্তরে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেব না।’ 

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব রাজনৈতিক দলের সহাবস্থানে বিশ্বাসী। যারা ছাত্রদলের ব্যানার ছিঁড়েছে তারা গর্হিত কাজ করেছেন। এ ব্যাপারে আমরা হল প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানিয়েছি।’ 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ব্যানার ছিঁড়ার কাজটি উচিৎ হয়নি। আমি ছাত্রদল নেতাদের উত্তেজিত না হয়ে হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগের পর আমরা ব্যবস্থা নেব।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল ছ ত রদল র ব য ন র ছ ত রদল র ন

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • বাংলাদেশে নতুন প্রজাতির ব্যাঙ
  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার হট্টগোল