হাজী শাহিন স্বপন মিজান হিরুকে সংবর্ধনা
Published: 10th, February 2025 GMT
বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ শাহিন হোসেন, মোঃ মিজানুর রহমান, সাঈদ আহম্মেদ স্বপন ও মোঃ সাইফুল ইসলাম হিরুকে সংবর্ধনা দিয়েছেন ৫২নং নয়ামাটি মার্কেট ব্যবসায়ীরা।
গতকাল সোমবার ১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় ৫২নং নয়ামাটি মার্কেটের ব্যবসায়ী ও হোসিয়ারি মালিকরা তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নির্বাচিত পরিচালক হাজী মোঃ শাহিন হোসেন বলেন, হোসিয়ারি মালিকদের ভোটে বদু প্যানেল জয়যুক্ত হয়েছে। হোসিয়ারি শিল্পকে আরো উন্নত ও ব্যবসায়ীমুখি করার সকল উদ্দ্যোগ গ্রহণ করা হবে। দ্রুত সময়ে বেয়ারা নির্বাচনের মাধ্যমে হোসিয়ারি সমিতি কার্যকরি কমিটি দায়িত্ব শুরু করতে যাচ্ছে। হোসিয়ারি মালিকদের পরামর্শ নিয়ে ওয়াদা পূরণ থাকবে আমাদের প্রধান কাজ।
নির্বাচিত পরিচালক সাঈদ আহম্মেদ স্বপন বলেন, হোসিয়ারি মালিকদের বার বার ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব বেড়ে গেছে। হোসিয়ারি মালিকদের যে কোন প্রয়োজনে আমি পাশে থাকবো।
এদিকে সবোচ্চ ভোটে নির্বাচিত পরিচালক মিজানুর রহমান জানান, হোসিয়ারি মালিকদের আমাকে যে রায় দিছে-সেগুলো বাস্তবায়ন করা আমার প্রধান কাজ।
অন্যদিকে এসোসিয়েট গ্রুপের সবোচ্চ ভোটে নির্বাচিত পরিচালক মোঃ সাইফুল ইসলাম হিরু বলেছেন, ভোটে হোসিয়ারি মালিকদের যে ভালোবাসা পেয়েছি, আমি সকলের চির ঋণী হয়ে পড়েছি। মহান আল্লাহ উপর ভরসা রেখে আগামী দিনে হোসিয়ারি শিল্পকে গতিশীল করার লক্ষ্যে দায়িত্ব পালন করে যাবো।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
লঞ্চ হলো পালসার F250
বাজাজ পালসার সিরিজের Pulsar F250 বাংলাদেশের বাজারে লঞ্চ হলো। বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাইকটি লঞ্চ করা হয়।
২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিনের এই বাইকটি সর্বোচ্চ ২৪ দশমিক ৫ হর্সপাওয়ার এবং ২১ দশমিকি এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকটিতে রয়েছে পাঁচ স্পিড গিয়ারবক্স।
ফিচার্সের মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার,ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন। ব্রেকিংয়ের ক্ষেত্রে এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটির সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনোশক। বাইকটির সিটের উচ্চতা ৭৯৫ মিমি, ওজন ১৬৪ কেজি এবং সর্বোচ্চ গতি ১৩০ কিমি/ঘণ্টা। বাইকটিতে রয়েছে তিনটি মোড- রেইন, রোড এবং স্পোর্টস।
আরো পড়ুন:
বাংলাদেশ লঞ্চ হলো সিএফ মটোর ৩ বাইক
বাইক ডেলিভারি নেওয়ার আগেই এগুলো দেখে নিন, নইলে ঠকবেন
বাইকটির দাম ধরা হয়েছে তিন লাখ ৬৫ হাজার টাকা।
ঢাকা/শাহেদ