‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে একসঙ্গে আসছেন ভূমি পেড়নেকর আর রাকুল প্রীত সিং। ছবির নায়ক বলিউড অভিনেতা অর্জুন কাপুর। মুদাসসর আজিজ পরিচালিত ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে গত শনিবার। এ উপলক্ষে মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছবির তিন মূল অভিনেতা অর্জুন কাপুর, ভূমি পেড়নেকর, রাকুল প্রীত সিং এবং পরিচালক মুদাসসর আজিজ।
‘মেরে হাজব্যান্ড কি বিবি’র ট্রেলারে দেখা গেছে, একে অপরকে সহ্য করতে পারেন না ভূমি আর রাকুল। পর্দার বাইরেও কি দুই নায়িকা একে অপরের সঙ্গে কাজ করতে ‘হুমকি’ অনুভব করেন?
‘মেরে হাজব্যান্ড কি বিবি’র দৃশ্য। এক্স থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে