‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে একসঙ্গে আসছেন ভূমি পেড়নেকর আর রাকুল প্রীত সিং। ছবির নায়ক বলিউড অভিনেতা অর্জুন কাপুর। মুদাসসর আজিজ পরিচালিত ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে গত শনিবার। এ উপলক্ষে মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছবির তিন মূল অভিনেতা অর্জুন কাপুর, ভূমি পেড়নেকর, রাকুল প্রীত সিং এবং পরিচালক মুদাসসর আজিজ।
‘মেরে হাজব্যান্ড কি বিবি’র ট্রেলারে দেখা গেছে, একে অপরকে সহ্য করতে পারেন না ভূমি আর রাকুল। পর্দার বাইরেও কি দুই নায়িকা একে অপরের সঙ্গে কাজ করতে ‘হুমকি’ অনুভব করেন?
‘মেরে হাজব্যান্ড কি বিবি’র দৃশ্য। এক্স থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে