মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে শামসুল হাওলাদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের মজিদ খানের বাড়ির পাশের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামসুল হাওলাদার (৪০) জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মনু হাওলাদারের ছেলে। তিনি দিনমজুর ছিলেন। গত ৩১ জানুয়ারি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ঘটনায় ৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তাঁর পরিবার।

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, ‘নিখোঁজের বিষয়টি নিয়ে আমরা কাজ করছিলাম। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিখোঁজ ব্যক্তির মুঠোফোনের তথ্য ধরে এক নারীসহ দুজনকে আটক করি। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে শামসুল হাওলাদারকে হত্যা ও লাশ গুমের কথা জানতে পারি। আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে শ্রীনগর ও সিরাজদিখান থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডোবার কচুরিপানার নিচ থেকে লাশ উদ্ধার করে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রকৃত ঘটনা জানতে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনার সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ