রিজওয়ানের সঙ্গে সালমানেরও সেঞ্চুরি, রেকর্ড গড়ে জিতল পাকিস্তান
Published: 12th, February 2025 GMT
পাকিস্তান ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বল। উইয়ান মুল্ডারকে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে ৯৪ থেকে ১০০ রানে পৌঁছালেন মোহাম্মদ রিজওয়ান। তবে রিজওয়ানের চেয়ে বেশি উল্লসিত দেখা গেল অপর প্রান্তে থাকা সালমান আলীকে। অধিনায়কের সেঞ্চুরিতে সহ-অধিনায়কের সে কি উচ্ছ্বাস।
মুল্ডারের একই ওভারে পঞ্চম বল। ৯৯ রানে থাকা সালমান সোজাসুজি খেলেই দৌড় শুরু করলেন। কিন্তু সালমানের আগেই উদ্যাপন শুরু করে দিলেন রিজওয়ান। সহ-অধিনায়কের সেঞ্চুরিতে অধিনায়কের উচ্ছ্বাস।
আজ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানকে এমনই একের পর এক উচ্ছ্বাসে ভেসে যাওয়া উপলক্ষ এনে দিয়েছেন রিজওয়ান ও সালমান। গড়েছেন রেকর্ড জুটি। যা পাকিস্তানকে এনে দিয়েছে রেকর্ড জয়ও। দক্ষিণ আফ্রিকার তোলা ৩৫২ রান পাকিস্তান টপকে গেছে ৬ বল ৬ উইকেট হাতে রেখে দিয়ে। ওয়ানডেতে রান তাড়ায় এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জওয় ন
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।