রিজওয়ানের সঙ্গে সালমানেরও সেঞ্চুরি, রেকর্ড গড়ে জিতল পাকিস্তান
Published: 12th, February 2025 GMT
পাকিস্তান ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বল। উইয়ান মুল্ডারকে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে ৯৪ থেকে ১০০ রানে পৌঁছালেন মোহাম্মদ রিজওয়ান। তবে রিজওয়ানের চেয়ে বেশি উল্লসিত দেখা গেল অপর প্রান্তে থাকা সালমান আলীকে। অধিনায়কের সেঞ্চুরিতে সহ-অধিনায়কের সে কি উচ্ছ্বাস।
মুল্ডারের একই ওভারে পঞ্চম বল। ৯৯ রানে থাকা সালমান সোজাসুজি খেলেই দৌড় শুরু করলেন। কিন্তু সালমানের আগেই উদ্যাপন শুরু করে দিলেন রিজওয়ান। সহ-অধিনায়কের সেঞ্চুরিতে অধিনায়কের উচ্ছ্বাস।
আজ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানকে এমনই একের পর এক উচ্ছ্বাসে ভেসে যাওয়া উপলক্ষ এনে দিয়েছেন রিজওয়ান ও সালমান। গড়েছেন রেকর্ড জুটি। যা পাকিস্তানকে এনে দিয়েছে রেকর্ড জয়ও। দক্ষিণ আফ্রিকার তোলা ৩৫২ রান পাকিস্তান টপকে গেছে ৬ বল ৬ উইকেট হাতে রেখে দিয়ে। ওয়ানডেতে রান তাড়ায় এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জওয় ন
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।