বাজেটের মধ্যে বিদেশি ফুটবলার খুঁজছে আবাহনী
Published: 13th, February 2025 GMT
পরিবর্তিত পরিস্থিতিতে আবাহনী ফুটবলের দল গঠন করতে গিয়ে পড়ে বেকায়দায়। জোড়াতালি দিয়ে দেশি ফুটবলারদের নিয়ে ঘর গোছানো আকাশি-নীল জার্সিধারীরা এখন প্রিমিয়ার লিগে আছে শিরোপা রেসে। প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা একেএম মারুফুল হকের দল শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে।
যে ফর্মে আছে সাবেক চ্যাম্পিয়নরা, লিগের দ্বিতীয় পর্বে সেটা ধরে রাখতে পারলে হারানো মুকুট পুনরুদ্ধারের সুযোগ। সেই সুযোগটি কাজে লাগাতে মরিয়া আবাহনী দলের শক্তি বাড়াতে নেমেছে বিদেশির সন্ধানে। দলটিতে খেলে গেছেন এমন কয়েকজন ফুটবলারকে নতুন করে আনার চেষ্টায় তারা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো ছাড়াও একাধিক খেলোয়াড়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তিন বিদেশি নেওয়ার একটা বাজেটও দেওয়া হয়েছে। সেটা অনুমোদন হলে টাকার অঙ্কের ওপর নির্ভর করছে কী মানের বিদেশি আনতে পারবে আবাহনী।
এবারের মৌসুমে ১৩ ম্যাচে মাত্র ১ গোল হজম করেছে ঢাকা আবাহনী। তাই রক্ষণভাগে যারা আছেন, তাদের ওপরে আস্থা রাখতে চাইছে ক্লাব। বিদেশি নেওয়ার ক্ষেত্রে আবাহনী জোর দিচ্ছে মধ্যমাঠ এবং আক্রমণ ভাগে। যে কারণে রাফায়েল অগাস্তোর প্রতি আগ্রহ আছে তাদের।
সমকালের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘আবাহনীর সঙ্গে রাফায়েলের একটা আত্মিক সম্পর্ক আছে। আমরা চাইলেই সে চলে আসবে। কিন্তু আগে তো বাজেট কেমন দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা দেখতে হবে। আপনি লোকাল প্লেয়ারদের পেমেন্ট পাঁচ দিন পর দিলেও সমস্যা নেই। কিন্তু বিদেশির পাওনা বিলম্ব করলে সমস্যায় পড়তে হবে।’
আবাহনীর রাজ্যে হানা দেওয়া বসুন্ধরা কিংস লিগে টানা পাঁচবার শিরোপা জিতেছে। কিন্তু এই মৌসুমে লিগে বাজে সময় পার করছে তারা। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে তারা, মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭।
এই পয়েন্ট ঘুচিয়ে শিরোপা জেতাটা কঠিনই বলা চলে কিংসের জন্য। তবে হাল ছাড়তে নারাজ তারা। সে জন্য মধ্যবর্তী দলবদলে ভালোমানের বিদেশি নেওয়ার সঙ্গে বাজে পারফরম্যান্সের কারণে একের অধিককে ছেড়ে দেওয়ার চিন্তা করছে তারা। ইতোমধ্যে ফ্রান্সের উইঙ্গার জারেদ খাসাকে বিদায় বলে দিয়েছে ক্লাবটি।
মধ্যমাঠের শক্তি বাড়াতে উজবেকিস্তানের আশরোর গফুরভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কিংস। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পুরোনো তারকাকে নতুন করে নিজেদের ডেরায় বসুন্ধরা যে আনছে, তা অনেকটা নিশ্চিত। একই সঙ্গে নাইজেরিয়ার ডিফেন্ডার ঈসাকে ছেড়ে দেওয়ার গুঞ্জনও উঠেছে। যদিও এখনই এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না ক্লাব কর্তৃপক্ষ। ‘যেহেতু উইন্ডোর মধ্যে খেলা, সেহেতু এই সময় একজন ফুটবলারকে পরখ করা যাবে। ইনজুরিতে পড়া কিংবা পারফরম্যান্স ডাউন হওয়ার ওপর নির্ভর করছে ওই প্লেয়ারকে রাখব নাকি ছেড়ে দেব’– বলেন কিংসের এক কর্মকর্তা।
লিগের শেষ ম্যাচে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে অপ্রত্যাশিত পরাজয়ে মোহামেডানও দ্বিতীয় পর্বে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে চাইছে। রক্ষণের শক্তি বাড়াতে মোহামেডান দলে নিচ্ছে পুলিশ এফসির প্যারাগুয়েন ডিফেন্ডার আলেকজান্ডার মরেনোকে।
অন্যান্য ক্লাবের মধ্যে ফর্টিস ফুটবলও মধ্যবর্তী দলবদলে প্লেয়ার যোগ-বিয়োগ করতে যাচ্ছে। ইতোমধ্যে গাম্বিয়ান ওমার সারেকে ছেড়ে দিয়েছে ফর্টিস। তাঁর বিকল্প হিসেবে নাইজেরিয়ান এক ফুটবলারের সঙ্গে কথা চালাচালি হচ্ছে বলে বুধবার সমকালকে জানান ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলাম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ব ল দ শ ফ টবল ফ টবল র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা