পাবনায় নকল সিগারেট-ব্যান্ডরোল জব্দ
Published: 16th, February 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নকল ব্যান্ডরোল জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচড়া তেঁতলতলা মোড়েরের ক্লাসিক টোব্যাকো লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, ক্লাসিক টোব্যাকো কারখানায় অভিযান চালিয়ে টপ লাইট, টপ ২০, লন্ডন, স্কয়ার গোল্ড, পার্লামেন্ট ব্র্যান্ডের ১১ লাখ শলাকা দেশিয় উৎপাদিত অবৈধ সিগারেট জব্দ করা হয়। এছাড়া, জাল ও পুনঃব্যবহৃত ২০ হাজার নকল ব্যান্ডরোল জব্দ করা হয়।
সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট উৎপাদন, জাল ও পুনঃব্যবহৃত নকল ব্যান্ডরোল ব্যবহারের অভিযোগে ক্লাসিক টোব্যাকো লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর গত ৯ জানুয়ারি থেকে শুল্ক ও কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এরইমধ্যে নতুন মূল্যের ভিত্তিতে স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহারের নির্দেশনা জারি করেছে।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে