পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নকল ব্যান্ডরোল জব্দ করেছে পুলিশ।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি)  পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচড়া তেঁতলতলা মোড়েরের ক্লাসিক টোব্যাকো লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ জানিয়েছে, ক্লাসিক টোব্যাকো কারখানায় অভিযান চালিয়ে টপ লাইট, টপ ২০, লন্ডন, স্কয়ার গোল্ড, পার্লামেন্ট ব্র্যান্ডের ১১ লাখ শলাকা দেশিয় উৎপাদিত অবৈধ সিগারেট জব্দ করা হয়।  এছাড়া, জাল ও পুনঃব্যবহৃত ২০ হাজার নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। 

সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট উৎপাদন, জাল ও পুনঃব্যবহৃত নকল ব্যান্ডরোল ব্যবহারের অভিযোগে ক্লাসিক টোব্যাকো লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা। 

খাত সংশ্লিষ্টরা বলছেন, সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর গত ৯ জানুয়ারি থেকে শুল্ক ও কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এরইমধ্যে নতুন মূল্যের ভিত্তিতে স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহারের নির্দেশনা জারি করেছে। 

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ