ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক টটেনহামের, ফিরল ৪৫ বছরের পুরোনো স্মৃতি
Published: 16th, February 2025 GMT
ম্যাচ শুরুর আগেই ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের একটি খারাপ খবর শোনান রুবেন আমোরিম। ইউনাইটেড কোচ জানান এ মৌসুমে আর মাঠে নামার সম্ভাবনা নেই চোটে পড়া উইঙ্গার আমাদ দিয়ালোর।
এমন দুঃসংবাদ শুনে টটেনহামের বিপক্ষে ম্যাচ দেখতে বসা ইউনাইটেডের সমর্থকদের দুঃখটা নিশ্চিত দ্বিগুণ হয়েছে ম্যাচ শেষে। টটেনহাম স্টেডিয়ামে তাঁদের দল যে প্রিমিয়ার লিগের ম্যাচে হেরে গেছে ১-০ গোলে। ১৩ মিনিটে করা জেমস ম্যাডিসনের গোলটি ধরে রেখেই সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের বিপক্ষে টানা তৃতীয় জয় পেল টটেনহাম। ৪৫ বছর পর ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পেল উত্তর লন্ডনের ক্লাবটি।
আমোরিমের দল অবশ্য সমতা ফেরানোর ভালো সুযোগই পেয়েছিল। তবে আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো গোল বরাবর তিনটি শট নিয়েও ব্যর্থ হয়েছেন। তাতে অবশ্য অনেক দিন পর দলে ফেরা টটেনহাম গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও বড় ভূমিকাই রেখেছেন। এ ছাড়াও একবার ১০ গজ দূর থেকে বার উঁচিয়ে বাইরে পাঠান গারনাচো। টটেনহামও অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেছে। ম্যাথিয়াস তেলকে গোল করতে দেননি আন্দ্রে ওনানা।
ম্যাচটি শুরু আগে ইউনাইটেড ছিল পয়েন্ট তালিকার ১৪ নম্বরে, টটেনহাম ১৫ নম্বরে। মৌসুমের নবম জয়ে ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টটেনহাম উঠে গেছে ১২ নম্বরে। অন্যদিকে ২৫তম ম্যাচে ১২তম হারের দেখা পাওয়া ইউনাইটেড ২৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৫ নম্বরে। ১৯৭৩-৭৪ মৌসুমের পর শীর্ষ লিগে এবারই প্রথম ২৫ ম্যাচে ১২ ম্যাচ হারল ইউনাইটেড। ৫১ বছর আগে সেই মৌসুমে প্রথম ২৫ ম্যাচে ১৩ ম্যাচ হারা ইউনাইটেড অবনমিত হয়েছিল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।