মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথ গ্রেপ্তার হয়েছেন। অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। দেশটির রাষ্ট্রায়ত্ত আর্থিক অপরাধসংক্রান্ত কমিশন (এফসিসি) গতকাল রোববার এ কথা জানায়।

এফসিসির মুখপাত্র ইব্রাহিম রোসায়ি সাংবাদিকদের বলেন, প্রাভিন্দ জগুনাথকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, মরিশাসের মধ্যাঞ্চলের মোকা ডিস্ট্রিক্টের মোকা ডিটেনশন সেন্টারে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে।

প্রাভিন্দ জগুনাথের বাসভবনসহ বেশ কিছু জায়গায় তল্লাশি চালান এফসিসির গোয়েন্দারা। সংস্থাটি জানিয়েছে, এসব তল্লাশি অভিযানে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপি বা ২৪ লাখ ডলার জব্দ করা হয়েছে। এরপরই সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দকে গ্রেপ্তারের কথা জানা গেল।

সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী রৌফ গুলবুল গতকাল সাংবাদিকদের বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আপাতত অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তাঁর মক্কেল অভিযোগ অস্বীকার করেছেন।

মরিশাসের নতুন প্রধানমন্ত্রী নবীন রামগুলাম গত নভেম্বরে জানান, সাবেক প্রশাসনের কিছু সরকারি খরচের বিষয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় অডিট করে দেখা হবে।

এরপর মরিশাসের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে গত মাসে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এখন জামিনে আছেন তিনি। এবার দেশের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো।

প্রাভিন্দ জগুনাথ ২০১৭ সালের জানুয়ারিতে মরিশাসের সরকারপ্রধানের দায়িত্ব নেন। গত বছরের নভেম্বর পর্যন্ত তিনি এ পদে ছিলেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দাঁড়িয়ে ছিলাম, এক অটো এসে ধাক্কা দিয়েছে

আগের পর্বআরও পড়ুনআমি মোটেও তেল দেওয়ার জন্য কথাটা বলি নাই৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ