নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫
Published: 18th, February 2025 GMT
নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটির শীষমহল আমতলা এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে ভ্যানচালক হাবিবুর রহমানের বিকৃত মরদেহ উদ্ধারের ঘটনায় এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মুক্তিপণের টাকা না পাওয়ায় অপহরণকারীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে জানায় পুলিশ।
ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, গত ২৯ জানুয়ারি পঞ্চবটি শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাসা থেকে হাবিবুর রহমানের (২১) বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা আজিজুল হক জানান, ২৪ জানুয়ারি রাতে তার ছেলে বাসা থেকে বের হন। রাত ১০টার দিকে অপহরণকারীরা ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হাবিবুরকে হত্যার হুমকি দেয়।
এরপর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া এলাকার বাসিন্দা কবির ওরফে সগির হোসেন (৩৮), মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা রেহেনা বেগম (২৫), নারায়ণগঞ্জ বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার বাসিন্দা আরিফ (২৫) , মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দানেশপুর এলাকার বাসিন্দা সিদ্দিক (৫২) , পটুয়াখালী সদর উপজেলার হাজীখালা গ্রামের বাসিন্দা নুরুজ্জামান (৩৫)।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত দম্পতি কবির ওরফে সগির হোসেন ও রেহেনা বেগম বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে পুরুষদের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করত।
এই ঘটনার ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করা হয়। হাবিবুরের পরিচিত এবং গ্রেপ্তারকৃত নুরুজ্জামানের মাধ্যমে রেহেনা তাকে শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনে। এরপর মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। হাবিবুর চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সবাই পালিয়ে যায়।
পুলিশ জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে একই কৌশলে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অপহরণক র এল ক র ব স ন দ সদর উপজ ল র ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের শ্রমিক সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।
সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান খান ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহানগর বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে বৃহস্পতিবার দুপুর দুইটার মধ্যে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে মতিঝিল বিআরটিসি ভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় র্যালিতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, আক্তার হোসেন, শেখ সেলিম, আলমগীর কবির চঞ্চল, ইকবাল হোসেন, নজরুল ইসলাম সরদার, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর কৃষক দলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।