নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটির শীষমহল আমতলা এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে ভ্যানচালক হাবিবুর রহমানের বিকৃত মরদেহ উদ্ধারের ঘটনায় এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মুক্তিপণের টাকা না পাওয়ায় অপহরণকারীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে জানায় পুলিশ। 

ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, গত ২৯ জানুয়ারি পঞ্চবটি শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাসা থেকে হাবিবুর রহমানের (২১) বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা আজিজুল হক জানান, ২৪ জানুয়ারি রাতে তার ছেলে বাসা থেকে বের হন। রাত ১০টার দিকে অপহরণকারীরা ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হাবিবুরকে হত্যার হুমকি দেয়।

এরপর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া এলাকার বাসিন্দা কবির ওরফে সগির হোসেন (৩৮), মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা রেহেনা বেগম (২৫), নারায়ণগঞ্জ বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার বাসিন্দা আরিফ (২৫) , মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দানেশপুর এলাকার বাসিন্দা সিদ্দিক (৫২) , পটুয়াখালী সদর উপজেলার হাজীখালা গ্রামের বাসিন্দা নুরুজ্জামান (৩৫)।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত দম্পতি কবির ওরফে সগির হোসেন ও রেহেনা বেগম বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে পুরুষদের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করত।

এই ঘটনার ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করা হয়। হাবিবুরের পরিচিত এবং গ্রেপ্তারকৃত নুরুজ্জামানের মাধ্যমে রেহেনা তাকে শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনে। এরপর মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। হাবিবুর চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সবাই পালিয়ে যায়।

পুলিশ জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে একই কৌশলে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অপহরণক র এল ক র ব স ন দ সদর উপজ ল র ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।

বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”

এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ছয় বছর ধরে নিখোঁজের পর ফেনীতে মৃত অবস্থায় উদ্ধার, সেই আহাদ আসলে কে
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক