বর্ণমেলায় সুপারিগাছের খোলে চড়াসহ গ্রামবাংলার খেলায় মেতেছে শিশু ও অভিভাবকেরা
Published: 21st, February 2025 GMT
মাঠে সুপারিগাছের একটি খোলের ওপর বসে আছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তরজা তনূদ্ভতম। তার বাবা মিল্লাত হোসেন খোলটি টেনে নিয়ে যাচ্ছেন। রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত বর্ণমেলা অনুষ্ঠানে এসে সুপারিগাছের খোল নিয়ে এভাবেই গ্রামবাংলার চিরচেনা খেলায় মেতে ওঠেন এ বাবা-সন্তান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে আজ একুশে ফেব্রুয়ারিতে আয়োজিত হয়েছে এ ‘বর্ণমেলা’। সকাল থেকেই শিশুসন্তানদের নিয়ে মেলায় ভিড় জমাতে থাকেন অভিভাবকেরা। গান, আবৃত্তির মতো নানা আয়োজনের পাশাপাশি বর্ণমেলায় গ্রামবাংলার অনেক খেলার আয়োজন রাখা হয়েছে। শহুরে পরিবেশে এসব খেলার সুযোগ পেয়ে আনন্দিত অভিভাবক ও শিশুরা।
গ্রামবাংলার ‘রিং চালানো’ খেলার আয়োজন রয়েছে বর্ণমেলায়। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র মব
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।