মাঠে সুপারিগাছের একটি খোলের ওপর বসে আছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তরজা তনূদ্ভতম। তার বাবা মিল্লাত হোসেন খোলটি টেনে নিয়ে যাচ্ছেন। রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত বর্ণমেলা অনুষ্ঠানে এসে সুপারিগাছের খোল নিয়ে এভাবেই গ্রামবাংলার চিরচেনা খেলায় মেতে ওঠেন এ বাবা-সন্তান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে আজ একুশে ফেব্রুয়ারিতে আয়োজিত হয়েছে এ ‘বর্ণমেলা’। সকাল থেকেই শিশুসন্তানদের নিয়ে মেলায় ভিড় জমাতে থাকেন অভিভাবকেরা। গান, আবৃত্তির মতো নানা আয়োজনের পাশাপাশি বর্ণমেলায় গ্রামবাংলার অনেক খেলার আয়োজন রাখা হয়েছে। শহুরে পরিবেশে এসব খেলার সুযোগ পেয়ে আনন্দিত অভিভাবক ও শিশুরা।

গ্রামবাংলার ‘রিং চালানো’ খেলার আয়োজন রয়েছে বর্ণমেলায়। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র মব

এছাড়াও পড়ুন:

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিলু মিয়া (৪২) নামের পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিলু মিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের ওহিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ভবেরচর হাইওয়ে থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, “জিলু মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নারী নিহত, আহত শাশুড়ি-ননদ

লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ