মাঠে সুপারিগাছের একটি খোলের ওপর বসে আছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তরজা তনূদ্ভতম। তার বাবা মিল্লাত হোসেন খোলটি টেনে নিয়ে যাচ্ছেন। রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত বর্ণমেলা অনুষ্ঠানে এসে সুপারিগাছের খোল নিয়ে এভাবেই গ্রামবাংলার চিরচেনা খেলায় মেতে ওঠেন এ বাবা-সন্তান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে আজ একুশে ফেব্রুয়ারিতে আয়োজিত হয়েছে এ ‘বর্ণমেলা’। সকাল থেকেই শিশুসন্তানদের নিয়ে মেলায় ভিড় জমাতে থাকেন অভিভাবকেরা। গান, আবৃত্তির মতো নানা আয়োজনের পাশাপাশি বর্ণমেলায় গ্রামবাংলার অনেক খেলার আয়োজন রাখা হয়েছে। শহুরে পরিবেশে এসব খেলার সুযোগ পেয়ে আনন্দিত অভিভাবক ও শিশুরা।

গ্রামবাংলার ‘রিং চালানো’ খেলার আয়োজন রয়েছে বর্ণমেলায়। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র মব

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ