সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মালয়েশিয়ার জোহর রাজ্যে রাস্তা পারাপারের সময় একটি লরির ধাক্কায় ২৬ বছর বয়সি এক বাংলাদেশি নিহত হয়েছেন।

জোহর রাজ্যের মুয়ার জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার রইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের সময় লরির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে এক বাংলাদেশির নিহত হয়েছে।

তবে, নিহত বাংলাদেশির নাম পরিচয় জানা জানাতে পারেননি তিনি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, সকাল ৬.

৫১ মিনিটে জনসাধারণের কাছ থেকে ঘটনাটি সম্পর্কে একটি জরুরি কল পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর সারা শরীরে গুরুতর আঘাত দেখা যায়। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, সড়ক পরিবহন আইন (এপিজে), ১৯৮৭ এর ৪১(১) ধারায় তদন্তে সহায়তা করার জন্য পুলিশ লরি চালককে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে।

এছাড়া ঘটনার সাথে সম্পর্কিত তথ্যসহ জনসাধারণকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তদন্তে সহায়তা করার জন্য এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

জনসাধারণকে রাস্তা পারাপারের সময় আরও সতর্কতা অবলম্বন করা এবং তাদের নিজের এবং অন্যান্য সড়ক ব্যবহারকারীদের সুরক্ষা বজায় রাখতে সর্বদা সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

নিহত বাংলাদেশির ময়নাতদন্তের জন্য বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। বর্তমানে সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান আজমান আজিজ।

বিএইচ

উৎস: SunBD 24

কীওয়ার্ড: তদন ত

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ