নদী রক্ষার সম্মেলনে করতোয়া দখল-দূষণমুক্ত করার দাবি
Published: 24th, February 2025 GMT
করতোয়া নদী দখল-দূষণমুক্ত ও পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে নদী রক্ষা সম্মেলন হয়েছে। সোমবার দুপুরে বগুড়ার বনানী এলাকায় এনজিও ফোরাম মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও পানি অধিকার ফোরাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.
অনুষ্ঠানে বক্তব্য দেন বেলার ফিল্ড অ্যান্ড গ্রোগ্রাম কো-অর্ডিনেটর এএমএম মামুন, রাজশাহী কার্যালয়ের সমন্বয়ক কুমার সান্যাল, বগুড়ার পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বি ডলার।
বক্তারা বলেন, করতোয়া নদী রক্ষায় উচ্চ আদালতের রায় রয়েছে। প্রশাসন সেই রায় বাস্তবায়ন করলে হাজার হাজার মানুষ দূষণমুক্ত পরিবেশে নিঃশ্বাস ছাড়তে পারবে। অবিলম্বে নদী দখল-দূষণমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করা হোক।
এ সময় বক্তারা করতোয়া নদী সিরাজগঞ্জ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালী পর্যন্ত ১২৩ কিলোমিটার দখল ও দূষণমুক্ত করার দাবি জানান। তারা করতোয়া নদী সিএস ও আরএস ম্যাপ দেখে খনন নয়, বহু বছর আগে যেদিক দিয়ে নদী বয়ে গেছে সেদিক থেকেই খননের অনুরোধ জানান। এ ছাড়া নদী দখলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয় সম্মেলনে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, করতোয়া নদীর খনন ও উন্নয়নে প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই করতোয়ার প্রাণ ফেরানো যাবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জামায়াতের পর এবার সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া ছাত্রদলের
জামায়াতে ইসলামীর পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।
এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ রেলওয়ে। আগামী রোববার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে। আর ঢাকায় পৌঁছাবে বেলা সোয়া ১টায়। এই ট্রেন সন্ধ্যা সাতটায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।
রেলওয়ে সূত্র জানায়, ২০ বগির ট্রেনটিতে ১ হাজার ১২৬টি আসন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাসে হলে তা সম্ভব ছিল না।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এই চার ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।
জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।