থালাবাসন ছিল বাদ্যযন্ত্র, আজম খানের গান শোনার জন্য ভিড় জমাতেন মুক্তিযোদ্ধারা
Published: 27th, February 2025 GMT
বাংলা পপ গানের সম্রাট আজম খান স্বপ্ন দেখিয়েছেন দেশের তরুণদের। পপ গানকে লালন করেছেন, শ্রোতা তৈরি করেছেন, বাংলা এই পপ গানের ধারা যেন সময়ের সঙ্গে প্রবহমান থাকে, সেই পথও তৈরি করে গেছেন।
মুক্তিযুদ্ধের পর বঞ্চিত মানুষের গান করতে শুরু করেন। তাঁর গানে আসতে থাকে সচেতনতা, দেশপ্রেম, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়, তরুণদের উদ্বুদ্ধকরণ। নানা প্রতিকূলতার মধ্যেও চলতে থাকে তাঁর গান। সে সময় তিনি গেয়েছিলেন ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘এত সুন্দর দুনিয়ায়’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘আলাল ও দুলাল’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আমি যারে চাইরে’, ‘জ্বালা জ্বালা’, ‘ও চাঁদ সুন্দর’, ‘ও রে সালেকা ও রে মালেকা’, ‘জীবনে কিছু পাব না রে’, ‘বাধা দিয়ো না’সহ অনেক জনপ্রিয় গান।
১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি আজম খানের জন্ম। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে তিনি মৃত্যুর কাছে হার মানেন। ২০১১ সালের ৫ জুন তিনি দেশবাসীকে কাঁদিয়ে পরপারে চলে যান। সশরীর না থাকলেও তাঁর গানগুলো আজও সমসাময়িক। এই গানগুলোই তাঁকে হাজার বছর বাঁচিয়ে রাখবে।
আরও পড়ুনঅতুলনীয় এক বন্ধু আজম খান২৮ ফেব্রুয়ারি ২০২১আজম খান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আজম খ ন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ আগস্ট ২০২৫)
ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ।ওভাল টেস্ট–৩য় দিন
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
কানাডিয়ান ওপেন
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, পিটিভি স্পোর্টস ও টি স্পোর্টস