চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে হাসিঠাট্টা করছিলেন অনেকেই। শোভন ভাষায় মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমদের নিয়ে টিপ্পনী কাটতেও দেখা গেছে। সমর্থকদের এভাবে হতাশা প্রকাশ করার কারণ হতে পারে প্রিয় দলের ব্যর্থতা মেনে নিতে না পারা। তাই পরোক্ষে নাজমুল হোসেন শান্তদের সমালোচনায় লিপ্ত হন তারা। ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে না পারা দেশের মানুষের কাছে হতাশার। রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে কিউইদের বিপক্ষে লড়াই করার পুঁজি সংগ্রহ করা সম্ভব হয়নি। দুবাইয়ে ভারতের বিপক্ষে ২২৮ রান আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৬ রান করতে পেরেছে বাংলাদেশ। টানা দুই হারে গ্রুপ পর্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। রাওয়ালপিন্ডিতে গতকাল ছিল আনুষ্ঠানিকতার ম্যাচ। সেটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ১ পয়েন্টের ভাগ পেলেও রান রেটে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে আজ মধ্যরাতে দেশে ফিরছে বাংলাদেশ দল।

আইসিসির এই ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ পেতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারাতে সব কৌশল অবলম্বন করেছিল বাংলাদেশ। তারাই কিনা আট জাতির টুর্নামেন্টে হতাশ করেছে বাজে খেলে। গত আসরের সেমিফাইনালিস্টদের ব্যাটিং ছিল ব্যর্থতার প্রদর্শনী! ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয় নিশ্চিত করে শুরুতে। তাওহিদ হৃদয় ও জাকের আলী ১৫৪ রানের জুটি গড়তে না পারলে বড় পরাজয় হতো। ওই ম্যাচে প্রাপ্তি বলতে হৃদয়ের সেঞ্চুরি। বাঁচা-মরার দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ছিল খুবই বাজে। মাহমুদউল্লাহ রিয়াদকে সুযোগ দিতে গিয়ে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করায় ফোকাস নড়ে গেছে বলে মনে করা হয়। যার প্রভাব পড়েছে ব্যাটারদের পারফরম্যান্সে। শান্ত ছাড়া টপঅর্ডারে কেউই রান করতে পারেননি। শেষের লড়াই ছিল জাকের আলীর। ব্যাটিংয়ে ধারাবাহিক বলতে একমাত্র জাকেরের দুই ম্যাচে রান করা। বোলিং বিভাগে নজরকাড়া পারফরম্যান্স বলতে লেগস্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানার বোলিং। রিশাদ ওয়ানডেতে প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট খেলেছেন অভিজ্ঞদের মতো। ভারতের বিপক্ষে না খেলেও আলোচনায় ছিলেন ফাস্ট বোলার রানা। জোরে বোলিং করার জন্য প্রশংসিত হয়েছেন টাইগার ফাস্ট বোলার। তাঁকে দেখা হচ্ছে ভবিষ্যৎ বৈশ্বিক তারকা হিসেবে।

বৃষ্টির কারণে গতকাল রাওয়ালপিন্ডির শেষ ম্যাচটি পরিত্যক্ত না হলে আরেকটি পরীক্ষা হয়ে যেত বাংলাদেশ পাকিস্তানের চেয়ে শক্তিশালী কিনা। প্রকৃতি সে সুযোগ না দেওয়ায় আক্ষেপ বাংলাদেশ অধিনায়কের, ‘আমি খুবই হতাশ। খুব করে চেয়েছি এই ম্যাচটি খেলতে। আবহাওয়ার ওপর তো কারও হাত নেই।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে টাইগার দলপতি বলেন, ‘এই সংস্করণে আমরা দীর্ঘ সময় ধরে যেভাবে খেলছিলাম, শেষ দুই ম্যাচে পারিনি। আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারি। আমাদের কার্যকর একটি পরিকল্পনা করে তা বাস্তবায়ন করতে হবে।’ তবে ফাস্ট বোলিং নিয়ে গর্ব ছিল শান্তর, ‘আমরা ফাস্ট বোলিংয়ে সব সময় সংগ্রাম করতাম, গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার এসেছে। কয়েকজন ফাস্ট বোলার দেশে আছে, যারা ভালো করছে। তাসকিন, রানা ও ফিজ এখানে এসেছে। আমাদের খুবই ভালো একটি বোলিং ইউনিট আছে। আশা করি, তারা নিজেদের নিয়ে কাজ করবে এবং দলের জন্য সেরাটা দেবে।’ ব্যাটিং বিভাগের উন্নতি করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নেটে আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। স্ট্রাইক রোটেশন নিয়ে ভাবতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব, ছেলেরা বুঝতে পারছে আমাদের কী করতে হবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

‘সে শুধু নিজের রেকর্ডের জন্য খেলে, দলের জন্য নয়’

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আল-নাসর। তবে মাঠের ফলাফলের চেয়েও এখন আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিক্রিয়া। ম্যাচ শেষে তার ‘বিষণ্ণ ও নাটকীয়’ আচরণ উপহাস হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।

বুধবার রাতে জেদ্দার আলিনমা স্টেডিয়ামে জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে ৩-২ গোলে হারে সৌদি ক্লাব আল-নাসর। এই পরাজয়ে রোনালদোর দলের সামনে চলতি মৌসুমে আর কোনো ট্রফি জয়ের সুযোগ থাকল না। সেমিফাইনালের ম্যাচটিতে রোনালদো একটি সুবর্ণ সুযোগও নষ্ট করে। প্রতিপক্ষ দলের গোলরক্ষককে কাটিয়ে গেলেও শেষ মুহূর্তে বল জালে পাঠাতে ব্যর্থ হন পর্তুগিজ মহাতারকা। সমর্থকদের মতে, রোনালদোর গোল মিস করাটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।

ম্যাচ শেষে হতাশ রোনালদোকে দেখা যায় মাঠের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলতে ও আকাশের দিকে তাকিয়ে কিছুটা নাটকীয় ভঙ্গিতে হাত নেড়েছেন। তার এই অদ্ভুত আচরণ নিয়েই এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

একজন টুইটারে লিখেছেন, ‘রোনালদোর জন্য ‘ফুটবলকে ছেড়ে দাও, তার আগেই যে ফুটবল তোমাকে ছাড়বে’—এই কথাটা একেবারে যথার্থ।’ আরেকজন লিখেছেন, ‘এই লোকটা এখন আর মজার না… শুধু অহঙ্কারে ভরা।’

তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘মেসির বিশ্বকাপ জয় মানসিকভাবে শেষ করে দিয়েছে রোনালদোকে।’ অন্য একজন কটাক্ষ করে বলেন, ‘ক্যামেরার জন্য এমন মরিয়া চেষ্টাও এক রকম প্রশংসার দাবি রাখে—যদি না সেটা এত করুণ হতো।’

অনেকে আবার রোনালদোর স্বার্থপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন, ‘সে শুধু নিজের রেকর্ডের জন্য খেলে, দলের জন্য নয়।’

তবে এত সমালোচনার পরও অবসরের কোনো ইঙ্গিত দেননি রোনালদো। বরং সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে দলের প্রতি নিজের গর্বের কথা জানান তিনি। রোনালদো লেখেন, ‘সবসময় স্বপ্ন পূরণ হয় না। তবে আমি গর্বিত আমাদের পারফরম্যান্স নিয়ে। যারা আমাদের পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের সমর্থন আমাদের অনেক কিছু বলে।’

এদিকে ম্যাচ শেষে আল-নাসরের কোচ স্তেফানো পিওলি দলের পারফরম্যান্সে ক্ষোভ ঝাড়েন। তিনি বলেন, ‘আমাদের কৌশলে সমস্যা ছিল, দ্বিতীয়ার্ধে ঝুঁকি নিয়েছিলাম। তবে যে পারফরম্যান্স হয়েছে, তা হতাশাজনক। প্রতিপক্ষ আমাদের চমকে দেয়নি, বরং নিজেদের দুর্বলতাই বড় ধাক্কা দিয়েছে।’

এই হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে আল-নাসর, আর প্রশ্নটা থেকে গেছে—রোনালদো আসলে কোথায় গিয়ে থামবেন?

সম্পর্কিত নিবন্ধ

  • ‘সময় পাল্টে গেছে, একটা ভিডিও ক্লিপ দিয়েও এখন জাতীয় দলে ডাক পাওয়া যায়’
  • সে শুধু নিজের রেকর্ডের জন্য খেলে, দলের জন্য নয়—সমর্থকদের বিদ্রুপ
  • ‘সে শুধু নিজের রেকর্ডের জন্য খেলে, দলের জন্য নয়’
  • সেয়ানে সেয়ানে টক্করে বার্সা ও ইন্টারের কে কত নম্বর পেলেন
  • সাকিবের পথে হাঁটছেন মিরাজ
  • মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • আজিজুল হাকিমের অলরাউন্ড পারফরম্যান্স, কলম্বোয়ও হেসেছে বাংলাদেশ
  • ‘বাজপাখি’ মার্তিনেজের বাজে ফর্ম, আর্জেন্টিনার জন্য কতটা দুশ্চিন্তার
  • সমালোচকরা খেলা বোঝে না!—আক্ষেপ তাইজুলের
  • তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম