একপাশে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, রনি, মাহিদুল, সাইফ উদ্দিন, নাসুম, ইবাদত, তাইজুল ইসলামদের মতো প্রতিষ্ঠিত সব ক্রিকেটার। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে দল গুছিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আরেকপাশে জাওয়াদ, আজিজুল হাকিম, ইফতেখার হোসেন, শাকিল হোসেন, মেহেদী হাসান, নিহাদুজ্জামানের মতো তরুণ উঠতি ক্রিকেটার। ঢাকা লিগের নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব।

আরো পড়ুন:

‘ছাড় দিয়ে’ ঢাকা লিগে ক্রিকেটাররা

‘আমি যদি ওদের বিপক্ষে আউট হলে কী বলবেন ইচ্ছা করে হয়েছি’

শক্তিতে, নামে মোহামেডানকেই এগিয়ে রাখবে যে কেউ। নামে-ভারে তারাই যে ফেভারিট। কিন্তু ২২ গজে নাম দিয়ে যে ক্রিকেট খেলা হয় না তা আরো একবার প্রমাণিত হলো।

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর বড় পরাজয় দিয়ে শুরু করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুলশান ক্লাবের কাছে রীতিমত হোঁচট খেল তারা। বিকেএসপির-৩ নম্বর মাঠে আগে ব‌্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৯৮ রান করে গুলশান ক্রিকেট ক্লাব। জবাবে মোহামেডান ৪০.

২ ওভারে গুটিয়ে যায় ১৯১ রানে।

গুলশান ক্রিকেট ক্লাবের জয়ের নায়ক পেস অলরাউন্ডার ইফতেখার হোসেন ইফতি। লিগের প্রথম সেঞ্চুরি এসেছে তার ব‌্যাট থেকে। ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। পরবর্তীতে বল হাতে ৩২ রানে ৩ উইকেট নিয়ে ডানহাতি পেসার ছিলেন দলের সেরা বোলার। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।

মোহামেডানের পরাজয়ের দিনে বিবর্ণ ছিল তারকা ক্রিকেটারদের পারফরম‌্যান্স। তামিম ৪ চারে ২২ বলে ২২ রান করে আউট হন পেসার রায়হানের বলে পুল শটে মিড অনে ক‌্যাচ দিয়ে। মুশফিকুর রহিম ১৪ বলে ৭ রান করে বোল্ড হন স্লগ সুইপে ইফতির বলে। মাহমুদউল্লাহ স্পিনার ইলিয়াস সানীর বলে আলগা শটে কাভারে ক‌্যাচ দেন ১০ রানে। ১৪ বলে ১ চার হাঁকান তিনি। এছাড়া রনি তালুকদার ৯, মাহিদুল ৩১, সাইফ উদ্দিন ৪ ও নাসুম ১২ রান করেন।

দলের ব‌্যাটিং ব‌্যর্থতার দিনে কেবল দ্যুতি ছড়িয়েছেন আরিফুল ইসলাম। ৭৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেছিলেন। তাতে মোহামেডানের পরাজয়ের ব‌্যবধান কমে আসে।

এর আগে প্রথম ইনিংসে সব আলো কেড়ে নেন ইফতেখার। দুর্দান্ত ব‌্যাটিংয়ে লিগের প্রথম সেঞ্চুরি লিখে নেন তার নামে। চারে নেমে ৪৯তম ওভার পর্যন্ত ক্রিজে থেকে ১৭৬ মিনিট কাটিয়ে দেন। এছাড়া ওপেনার জাওয়াদ আকবর ৮৬ বলে ৭৫ এবং হাবিবুর শেখ মুন্না ৫৩ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে গুলশানের রান তিনশর কাছাকাছি নিয়ে যান।

মোহামেডানের হয়ে পেসার আবু হায়দার রনি ৬৬ রানে নেন ৪ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন সাইফ উদ্দিন ও ইবাদত।

লিগের শুরুটা মোহামেডানের একদমই ভালো হলো না। অন‌্যদিকে তরুণ, উদ্দীপ্ত দল গুলশান নিজেদের সামর্থ‌্যের দারুণ প্রমাণ দিয়ে অসাধারণ জয় তুলে নিয়েছে। নিশ্চিত করেছে পূর্ণ ২ পয়েন্ট।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইফত খ র র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’