মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় মনু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি মিয়ানমারের নাগরিকের।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, মরদেহের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। পারভীন ফাতেমা নামের আইডি কার্ডটিতে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

ভারত থেকে বহমান মনু নদীর সীমান্ত এলাকায় মিয়ানমার নাগরিকের ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ, এর আগে অনেকবার এসব এলাকায় ভারত সীমান্ত দিয়ে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে চোরাইপথে প্রবেশকালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল শ উদ ধ র এল ক য় মরদ হ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ