চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার
Published: 4th, March 2025 GMT
ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা অভিমুখী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী ১টি বাসে তল্লাশি চালিয়ে ১৮টি সোনার বার, নগদ ১০ হাজার ১৯০ টাকা, ২টি মুঠোফোনসহ ২ জনকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।
আটক দুজন হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।
বিজিবির ভাষ্যমতে, জব্দ করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ৪১১ গ্রাম এবং জব্দ করা সবগুলো মালামালের মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা। আজ বিকেলে ৬-বিজিবির পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের মাধ্যমে সোনা চোরাচালান হবে। এ তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির অভিযানকারী দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। দলটি ওই গাড়িকে শনাক্তের পর থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রী রফিকুল ইসলাম ও লিটন খানের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৯০ টাকা ও ২টি মুঠোফোন জব্দ করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, মামলাসহ আসামিদের সদর থানায় সোপর্দ করা এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা কোষাগারে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল