আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের পথচলা একই সময়ে। টি-টোয়েন্টি অভিষেক হয়েছে একই সঙ্গে। টেস্ট-ওয়ানডেতে আগে-পরে। সেই শাহরিয়ার নাফিস যখন ব্যাট-বল ছেড়ে পুরোদস্তুর ক্রিকেট কর্তা সেখানে মুশফিকুর রহিমের বাস এখনো বাইশ গজেই।

টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। এবার একই কায়দায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুশফিক ইতি টানলেন ওয়ানডে ক্রিকেটের। ২০০৫ থেকে ২০২৪! মাঝে কেটে গেছে ১৯ বছর। দেশের ক্রিকেটে অনেক উত্থান-পতন হলেও মুশফিক ছিলেন তার কাজে অটল।

সেই মুশফিকের বিদায় কি এক স্ট্যাটাসেই লেখা হয়ে থাকবে? বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক, মুশফিককে যিনি দেখে এসেছেন শুরু থেকে, একসঙ্গে খেলছেন দীর্ঘদিন সেই শাহরিয়ার নাফিসকে প্রশ্ন করতেই উত্তর মিলল, যেহেতু মুশফিক এখনো টেস্টের অন্যতম সদস্য তার বিদায়টা মাঠ থেকেই হবে!

আরো পড়ুন:

পরিসংখ্যান ও রেকর্ডের পাতায় মুশফিক

‘পরিশ্রমে কেউ মুশফিকের কাছাকাছি যেতে পারলেও অনেক ভালো করবে’ 

“প্রথমত বিদায়, বিদায়ই। সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হোক বা মাঠের থেকে হোক।”

“মাঠ থেকে নিতে পারলে কি হয়, দর্শকের মাঝে থাকে, একটু সেলিব্রেটেড হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে মুশফিকুর রহিম বাংলাদেশ টেস্ট টিমের এখনো গুরুত্বপূর্ণ একজন সদস্য। ও একটা ফরম্যাট ছেড়ে দিয়েছে, জাতীয় দলের খেলাতো ছাড়েনি। হয়তো ওর বিদায়টা মাঠ থেকেই হবে” -যোগ করেন শাহরিয়ার নাফিস।

সাদা বলের ক্রিকেটকে বিদায় জানালেও লাল বলে মুশফিক চালিয়ে যাবেন খেলা। শত টেস্ট খেলার জন্য আহ্বান করেছেন বন্ধু তামিম ইকবালও। নাফিসে মতে সাদা পোশাকে মুশফিকের বিদায়টা হবে রঙিন, বর্ণিল।

“ব্যাপারাটা তো এরকম না তিন ফরম্যাট খেলবে দেখে তিনবারই মাঠ থেকে বিদায় নিতে হবে। সে এখনো বাংলাদেশ জাতীয় দলের অংশ। সার্বিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবে তখন সেই সুযোগটা সে গ্রহণ করবে।”

ক্যারিয়ারের সায়াহ্নে থাকা মুশফিক কখন থামবেন এই নিয়ে ২০২৩ বিশ্বকাপ থেকেই চলছিল আলোচনা সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্স এই আলোচনাকে তুঙ্গে তুলে দেয়। দেশে ফেরার পর কয়েকদিন বিশ্রাম নিয়ে অবশেষে জানিয়ে দেন রঙিন জার্সি তুলে রাখার কথা।  

নাফিস বলেন, “মুশফিক এমন একজন ক্রিকেটার খেলা ছাড়া অন্য কিছু চিন্তা করতে চায় না। ও যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল স্বাভাবিকভাবে অন্য কিছু চিন্তা করে যায় নাই। ও হয়তো ভেবেছে, আমি যদি এখন বিদায় নিয়ে চিন্তা করি খেলার মধ্যে শতভাগ ফোকাস করতে পারবো না। ভালো হবে টুর্নামেন্টটা শেষ করে আসি, তার পরে চিন্তা করি।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

দেশের পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) এবারের নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক।

সোমবার (৩ নভেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে ৭৫ শতাংশ শেয়ার-মিউচুয়াল ফান্ডের দরপতন

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট ও ১২ জন পরিচালক।

নির্বাচিতরা আগামী ২ বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএ‘র নেতৃত্ব দেবেন। নির্বাচিত সদস্যরা ডিবিএ’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে মো. মনিরুজ্জামান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ভাইস প্রেসিডেন্ট পদে মো. নাফিজ-আল-তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন–এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর এন ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরওয়াই শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শফিকুর রহিম ও এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স