মুশফিকের বিদায়টা মাঠ থেকেই হবে: শাহরিয়ার নাফিস
Published: 6th, March 2025 GMT
আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের পথচলা একই সময়ে। টি-টোয়েন্টি অভিষেক হয়েছে একই সঙ্গে। টেস্ট-ওয়ানডেতে আগে-পরে। সেই শাহরিয়ার নাফিস যখন ব্যাট-বল ছেড়ে পুরোদস্তুর ক্রিকেট কর্তা সেখানে মুশফিকুর রহিমের বাস এখনো বাইশ গজেই।
টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। এবার একই কায়দায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুশফিক ইতি টানলেন ওয়ানডে ক্রিকেটের। ২০০৫ থেকে ২০২৪! মাঝে কেটে গেছে ১৯ বছর। দেশের ক্রিকেটে অনেক উত্থান-পতন হলেও মুশফিক ছিলেন তার কাজে অটল।
সেই মুশফিকের বিদায় কি এক স্ট্যাটাসেই লেখা হয়ে থাকবে? বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক, মুশফিককে যিনি দেখে এসেছেন শুরু থেকে, একসঙ্গে খেলছেন দীর্ঘদিন সেই শাহরিয়ার নাফিসকে প্রশ্ন করতেই উত্তর মিলল, যেহেতু মুশফিক এখনো টেস্টের অন্যতম সদস্য তার বিদায়টা মাঠ থেকেই হবে!
আরো পড়ুন:
পরিসংখ্যান ও রেকর্ডের পাতায় মুশফিক
‘পরিশ্রমে কেউ মুশফিকের কাছাকাছি যেতে পারলেও অনেক ভালো করবে’
“প্রথমত বিদায়, বিদায়ই। সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হোক বা মাঠের থেকে হোক।”
“মাঠ থেকে নিতে পারলে কি হয়, দর্শকের মাঝে থাকে, একটু সেলিব্রেটেড হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে মুশফিকুর রহিম বাংলাদেশ টেস্ট টিমের এখনো গুরুত্বপূর্ণ একজন সদস্য। ও একটা ফরম্যাট ছেড়ে দিয়েছে, জাতীয় দলের খেলাতো ছাড়েনি। হয়তো ওর বিদায়টা মাঠ থেকেই হবে” -যোগ করেন শাহরিয়ার নাফিস।
সাদা বলের ক্রিকেটকে বিদায় জানালেও লাল বলে মুশফিক চালিয়ে যাবেন খেলা। শত টেস্ট খেলার জন্য আহ্বান করেছেন বন্ধু তামিম ইকবালও। নাফিসে মতে সাদা পোশাকে মুশফিকের বিদায়টা হবে রঙিন, বর্ণিল।
“ব্যাপারাটা তো এরকম না তিন ফরম্যাট খেলবে দেখে তিনবারই মাঠ থেকে বিদায় নিতে হবে। সে এখনো বাংলাদেশ জাতীয় দলের অংশ। সার্বিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবে তখন সেই সুযোগটা সে গ্রহণ করবে।”
ক্যারিয়ারের সায়াহ্নে থাকা মুশফিক কখন থামবেন এই নিয়ে ২০২৩ বিশ্বকাপ থেকেই চলছিল আলোচনা সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্স এই আলোচনাকে তুঙ্গে তুলে দেয়। দেশে ফেরার পর কয়েকদিন বিশ্রাম নিয়ে অবশেষে জানিয়ে দেন রঙিন জার্সি তুলে রাখার কথা।
নাফিস বলেন, “মুশফিক এমন একজন ক্রিকেটার খেলা ছাড়া অন্য কিছু চিন্তা করতে চায় না। ও যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল স্বাভাবিকভাবে অন্য কিছু চিন্তা করে যায় নাই। ও হয়তো ভেবেছে, আমি যদি এখন বিদায় নিয়ে চিন্তা করি খেলার মধ্যে শতভাগ ফোকাস করতে পারবো না। ভালো হবে টুর্নামেন্টটা শেষ করে আসি, তার পরে চিন্তা করি।”
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সেলফি’র ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬ বাস আটক
সাভারে সেলফি পরিবহনের একটি চলন্ত বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের একজন সাবেক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করে স্থানীয়রা। পরে সেলফি পরিবহনের আরও পাঁচটি বাস আটক করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ২০ এর দিকে সাভারের আশুলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, চাঁদপুর জেলার মতলব থানার লোকমান মোল্লার ছেলে শামসুল মোল্লা (৭০)। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের শ্রীপুর(গাজীপুর) উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আটককৃত বাসের চালক হলেন, ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আব্দুল মবেদের ছেলে আব্দুল করিম (৪৫)।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প কিছুদিন আগেই তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়েছিলেন। তার পাওনাদি নেওয়ার জন্যেই তিনি আজ গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন।
সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণু পদশর্মা বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমরা এসেছি। আইনগত প্রক্রিয়া চলমান।”
ঢাকা/সাব্বির/এস