ফরহাদ মাজহারের প্রতিষ্ঠান লক্ষ্য করে বোমা নিক্ষেপ
Published: 8th, March 2025 GMT
মোহাম্মদপুরে কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মাজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। এতে কেউ আহত হননি।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এতথ্য জানান।
আরো পড়ুন:
বগুড়া যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, আহত ১
মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনা নামে প্রতিষ্ঠানটির অবস্থান।
পুলিশ জানায়, ফরহাদ মাজহার ও অর্থনীতিবিদ ফরিদা আখতারের প্রতিষ্ঠান প্রবর্তনা থেকে পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। সেগুলো নিষ্ক্রিয়ও করা হয়েছে। কে বা কারা বোমা ছুড়েছে তা জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা/মাকসুদ/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বললেন প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হার কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য’।
প্রধান উপদেষ্টা আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় বলেন, শুল্কহার ২০ শতাংশ করা হয়েছে, যা আগে আরোপিত শুল্ক হারের চেয়ে ১৭ শতাংশ কম। এর মাধ্যমে আমাদের আলোচকেরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও সেটাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আলোচকেরা এ বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন। যেখানে শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল। আলোচনার মাধ্যমে অর্জিত এই চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি ও আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করেছে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, এ অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না; বরং এটি বৃহত্তর সম্ভাবনা, ত্বরান্বিত প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথ উন্মুক্ত করে।
বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও আগামী দিনের আরও শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ।’