পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে এক বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরে ওই পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে, তারা এখন সুস্থ আছেন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ইজিবাইক চালক আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে। চোর চক্র বাড়ি থেকে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, ‘‘গতকাল ইফতারে নিজেদের টিউবওয়েলের পানি পান করেছিলেন। এরপর বাবা ও আমি স্থানীয় একটি বাজারে যাই। তবে, সেখানে যাওয়ার পর থেকে আমাদের প্রচুর ঘুম পাচ্ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বাড়িতে এসে দেখি মা ও ছোট বোন গভীর ঘুমে। এ সময় খাটের টুল বক্সের তালা ভাঙা দেখতে পাই। চোর চক্র টুল বক্সে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।’’

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বলেন, ‘‘টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে টাকা লুট করার বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/নাঈম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ