পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে এক বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরে ওই পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে, তারা এখন সুস্থ আছেন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ইজিবাইক চালক আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে। চোর চক্র বাড়ি থেকে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, ‘‘গতকাল ইফতারে নিজেদের টিউবওয়েলের পানি পান করেছিলেন। এরপর বাবা ও আমি স্থানীয় একটি বাজারে যাই। তবে, সেখানে যাওয়ার পর থেকে আমাদের প্রচুর ঘুম পাচ্ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বাড়িতে এসে দেখি মা ও ছোট বোন গভীর ঘুমে। এ সময় খাটের টুল বক্সের তালা ভাঙা দেখতে পাই। চোর চক্র টুল বক্সে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।’’

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বলেন, ‘‘টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে টাকা লুট করার বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/নাঈম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ