রাজনীতিকদের সম্মানে অনুষ্ঠেয় ইফতার মাহফিল স্থগিত করেছে বিএনপি। আগামীকাল রোববার রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ইফতার মাহফিলের সহস্রাধিক নিমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছিল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে।

তবে বিএনপির পক্ষ থেকে ইফতার অনুষ্ঠান স্থগিত করার কারণ জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলীয় এবং আমন্ত্রিত অতিথি মিলে এর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, তাতে লেডিস ক্লাবে ধারণক্ষমতার বাইরে চলে গেছে। এখন আরেকটু গুছিয়ে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সংখ্যা কমিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, হয়তো ইমার্জেন্সি (জরুরি) কিছু হয়েছে। নিশ্চয়ই নতুন তারিখ ঠিক করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ