ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গতকাল সোমবার এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘হার্ডটক’-এ ছাত্র-জনতার অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার হয়। সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। অধিকতর স্বচ্ছতার উদ্দেশ্যে ওই মন্তব্যের কিছু বিষয় স্পষ্ট করা প্রয়োজন। উল্লেখ্য, সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার থেকে এ বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা বার্তার বিষয়ে অবগত নয়। যদি এ বিষয়ক কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি ও এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে। দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনীর ভূমিকা-সংক্রান্ত যে কোনো বিষয়ে উদ্বেগ অথবা বিভ্রান্তি সৃষ্টি হলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে ফলপ্রসূভাবে সমাধান করা সম্ভব বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ষয়ক

এছাড়াও পড়ুন:

মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না, জনগণের পাশে থাকুন : আজাদ 

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং নেতৃত্ব দিয়েছে। এরপর নেতৃত্ব দিয়েছেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। 

আমাদের নেতা তারেক রহমান বলেছেন কোন খারাপ ব্যক্তি কে বিএনপির সদস্য করা যাবে না। বিগত দিনে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আপনাদের উপরে জুলুম নির্যাতন ও ভোল্ড ডেজার চালিয়েছিলেন তাদেরকে অবশ্যই বিএনপির সদস্য হতে দিবেন না। 

আপনারা অবশ্যই সমাজের যারা ভাল ও সাধারণ মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন এবং যারা সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের সাথে সম্পৃক্ত না তাদেরকে বিএনপি সদস্য করবেন। আর অনুপ্রবেশকারীরা যাতে করে কোন প্রকার দলে ঢুকতে না পারে সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। 

আড়াইহাজার উপজেলা বিএনপির আওতাধীন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

সোমবার (২৮ জুলাই) বিকেলে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী ইউনিয়ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, আড়াই হাজারে জনগণ আড়াইহাজারের বিএনপি নেতাকর্মীরা আপনারা কেউ মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না। মনোনয়ন নিয়ে চিন্তা করবেন জননেতা তারেক রহমান।

বাংলাদেশের কোন জায়গায় তাকে তিনি মনোনয়ন দিবেন এবং কোন জায়গায় কাকে তিনি এমপি বানাবেন, গণতান্ত্রিক প্রক্রিয়া কাকে তিনি মনোনয়ন দিবে ভোটে নির্বাচিত করে নিয়ে আসবেন সেটা চিন্তা করবেন আমার নেতা আমার অভিভাবক আপনাদের নেতা আমাদের সকলের অভিভাবক জননেতা তারেক রহমান।

১৮ সালে তো আমি নির্বাচন করেছি কে মনোনয়ন দিয়েছেন আপনারা সবাই তা জানেন। সুতরাং আপনারা সেই বিষয়ে চিন্তা না করে মাঠের সময় দিন দলের জন্য কাজ করেন। জনগণকে পাশে রাখেন জনগণের সাথে থাকেন। আমাদের নেতা জানেন কে আড়াইহাজারে কাজ করেছেন। বিগত দিনে কে দলের সাথে ছিল এবং দলের জন্য কাজ করেছে। 

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আড়াইহাজার গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন প্রকার মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং কোন প্রকার চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। সন্ত্রাসী ও লুটতরাজকে প্রশ্রয় দেওয়া যাবে না।

সবাইকে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। সম্মানিত দল হলো বিএনপি। এদেশে জনগণ হলো বিএনপি। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে তার দায়ভার কিন্তু বিএনপি নিবে না। 

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান
  • সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
  • ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন ৪০ শতাংশে ঠেকেছে
  • যুক্তরাষ্ট্র-চীন শুল্কবিরতি আপাতত বহাল, মেয়াদ বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাম্প
  • জাতিসংঘে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ
  • রাঙামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার: আইএসপিআর
  • রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে৪৭সহ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর
  • রাঙামাটির পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান
  • মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না, জনগণের পাশে থাকুন : আজাদ 
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে মিজান খন্দকারের মতবিনিময়