ভারত ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। তাদের পেছনে ফেলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জায়গা করে নিয়েছে ফাইনালে। আগামী ১১ থেকে ১৫ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল। কিন্তু ফাইনালে স্টেডিয়ামে কানায় কানায় দর্শক উপস্থিতি নিশ্চিত করতে টিকিটের দাম কমিয়েছে আয়োজকরা। আর তাতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা।

জানা গেছে, ভারতের অনুপস্থিতির কারণে আয়োজকদের প্রায় ৪.

৮ মিলিয়ন ডলার অথাৎ প্রায় ৬৩ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে।  

‘দ্য টাইমস’ পত্রিকার প্রতিবেদন অনুসারে, আয়োজকরা প্রথমে টিকিটের দাম বেশি রেখেছিল। কারণ, তারা মনে করেছিলেন যে ভারত ফাইনালে উঠলে তাদের বিশাল ফ্যানবেজের টিকিটের চাহিদা তুলনামূলক বেশি হবে। কিন্তু ভারত ফাইনালে উঠতে না পারায় ‘মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)’ প্রত্যাশিত আর্থিক লাভ করতে পারছে না।

আরো পড়ুন:

মুশফিকুরের থেকে তামিমের চাওয়া ‘অন্তত ১০০ টেস্ট’

দুই উইকেটের জয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টানা তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর বড় দাবিদার ছিল। কিন্তু শেষ পর্বে বাজে পারফরম্যান্সের কারণে তারা ফাইনালে উঠতে ব্যর্থ হয়। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে সিরিজ হারে। তাতে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে যায় ভারত।

ভারতের ফাইনালে খেলার বিষয়টি নিশ্চিত ধরেই এমসিসি প্রথমে টিকিটের দাম প্রিমিয়াম পর্যায়ে নির্ধারণ করেছিল। কারণ, আয়োজকরা বিশ্বাস করতেন যে ভারতীয় দর্শকদের চাহিদা বিশাল হবে এবং তারা স্টেডিয়ামের বড় অংশ পূর্ণ করবে। কিন্তু ভারত ফাইনালে যেতে না পারায় এমসিসি সিদ্ধান্ত নেয় টিকিটের দাম কমিয়ে পুরো স্টেডিয়াম ভরানোর।

টিকিটের দাম পুনঃনির্ধারণ করে ৪০ থেকে ৯০ পাউন্ড করা হয়েছে। যা পূর্বনির্ধারিত দামের চেয়ে প্রায় ৫০ পাউন্ড কম। এতে আয় কম হলেও দর্শকদের সংখ্যা ধরে রাখা যাবে। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হবে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট স ট চ য ম প য়নশ প র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু

রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।  

তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।

এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ