অবশেষে সালথা-ফরিদপুর সড়কে বাস চলাচল শুরু
Published: 12th, March 2025 GMT
দীর্ঘ পাঁচ বছর পর সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে শুরু হয়েছে বাস চলাচল। ছাত্র-জনতা ও স্থানীয়দের নানা আন্দোলন-কর্মসূচির পর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, আজ বুধবার সকালে সালথা উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাস চলাচলে ড্রাইভারদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। দীর্ঘদিন পর বাস চলাচলের অনুমতি পেয়ে অনেককে আনন্দ উল্লাস ও মিছিল করতে দেখা যায়।
প্রসঙ্গত, সালথা রুটে থ্রি হুইলার গাড়ি চলছিল দীর্ঘদিন ধরে। গাড়িগুলো জেলা শহরে যাত্রী আনা-নেওয়া করত। চালকদের বেপরোয়া চলাচলের কারণে মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হতো সাধারণ যাত্রীরা। গত কয়েক মাসে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে নড়েচড়ে বসে ছাত্র-জনতা ও স্থানীয় সচেতন মহল। তারা থ্রি হুইলার গাড়ি বন্ধ ও বাস চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে আসছিল, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়ে আসছিল।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।