বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম তিন দিন ধরে নিজ কর্মস্থলে আসছেন না। তাঁর ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি কোথায় আছেন– তাঁর অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানতে পারছে না। রাশেদুল জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় হত্যা মামলার আসামি। ধারণা করা হচ্ছে, মামলা থেকে বাঁচতে তিনি আত্মগোপনে গেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.

শফিকুল ইসলাম গতকাল বুধবার এডিসি রাশেদুলের কর্মস্থলে অনুপস্থিত থাকার কথা নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, গত রোববার থেকে তিনি কর্মস্থলে আসছেন না। ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরা এলাকায় ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। ওই ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি হন এডিসি রাশেদও। গ্রেপ্তার এড়াতে বরিশাল থেকে তিনি পালিয়ে গেছেন– এমনটাই শোনা যাচ্ছে।

পুলিশের একাধিক সূত্রে জানা যায়, গত রোববার বেলা ২টার দিকে নগরের শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বের হন এডিসি রাশেদ। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগ দেন।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ