জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বাংলাদেশের নদ-নদীর মরণদশার পেছনে তিনটি কারণ উল্লেখ করে বলেছেন, উজানে দেওয়া ভারতের বাঁধ, দেশের শক্তিশালী ব্যক্তিবর্গ ও কোম্পানির দখল আর সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্প – এ তিন কারণে বাংলাদেশের নদ–নদী ভয়ংকর বিপদের মধ্যে রয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে ‘ধরিত্রীর জন্য আমরা’ (ধরা) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তিন কারণের উল্লেখ করেন।

আনু মুহাম্মদ বলেন, ‘আমরা সবাই জানি কারা নদী দখল করছে, কারা নদীকে শেষ করে দিচ্ছে, আর কী করতে হবে।’ তিনি বলেন, ‘এর মধ্যে আদালত কিছু রায় দিয়েছে। আদালতের রায়ে ২০০৯ সালে নদীরক্ষা কমিশন গঠিত হয়েছিল। মুজিবর রহমান হাওলাদার যখন কমিশনের চেয়ারম্যান ছিলেন, তখন তিনি বিশাল ভলিউমে নদীর দখলদারদের তালিকা করেছিলেন। ওটা নদীরক্ষা কাজ শুরুর জন্য একটা সূচনাবিন্দু হতে পারে।’

আনু মুহাম্মদ আরও বলেন, ‘গত সাত মাস পার হয়েছে। স্বৈরশাসনের প্রধান ব্যক্তি তিনি পালিয়েছেন। গণ-অভ্যুত্থানের পর আমরা শুনি নতুন বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে। কিন্তু তার প্রতিফলন অনেক জায়গায় দেখি না৷ নদীর ক্ষেত্রে সেটা একেবারে দেখা যায় না।’

আনু মুহাম্মদ আরও বলেন, সুনির্দিষ্টভাবে বললে বাংলাদেশের নদী যে ভয়ংকর বিপদের মধ্যে আছে তার কারণ তিনটি। এক, উজানে দেওয়া ভারতের বাঁধ। চীন এখন ব্রহ্মপুত্রে বাঁধ দিচ্ছে। ভাটির দেশ হিসেবে ভারত প্রতিবাদ জানাচ্ছে। এখন তাদের উপলব্ধি হবে ভাটির দেশের সংকটটা কী। ভারতের সঙ্গে নেগোসিয়েশনে কোনো কাজ হচ্ছে না৷ সমাধানের একটা পথ হতে পারে জাতিসংঘের ওয়াটার ট্রিটিতে অনুস্বাক্ষর করা। ভারতকে খুশি করতে বাংলাদেশ যা এত দিন করেনি’, বলেন তিনি।

আনু মুহাম্মদ প্রশ্ন তুলে বলেন, ‘তখন আওয়ামী লীগ সরকার ছিল। তাই করেনি। এখন সেটা করতে অসুবিধা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করণীয় কাজ এটাতে অনুস্বাক্ষর করা।’

সরকারের উন্নয়ন প্রকল্পকে দ্বিতীয় কারণ উল্লেখ করে তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনকে শেষ করবে, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র কুহেলিয়া নদীকে শেষ করেছে, রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে যদি বর্জ্য যদি পদ্মা নদীতে আসে তাহলে বাংলাদেশ শেষ। এ ছাড়া বিভিন্ন বাহিনী নদী দখল করছে।

তৃতীয় কারণ দেশের শক্তিশালী ব্যক্তিবর্গ ও কোম্পানি উল্লেখ করে তিনি বলেন, ‘বেক্সিমকো, বসুন্ধরা, মেঘনা, সামিট এদের প্রভাবের কথা আমরা জানি। সম্পদ লুণ্ঠন, পাচার ও নদী দখলের বিষয় আসলে তাদের নাম চলে আসে।’

বিগত সরকারের পৃষ্ঠপোষকতা তাদের ক্ষমতার উৎস ছিল মন্তব্য করে তিনি বলেন, সে সরকার তো নাই। এখন তাদের ক্ষমতার উৎসটা কোথায়।

সরকারকে দখল উচ্ছেদে পুরোনো তালিকা ধরে কাজ শুরু করা, বিগত সরকারের আমলে নেওয়া ডেলটা প্ল্যান পর্যালোচনা করা ও জাতিসংঘের পানি আইনে অনুস্বাক্ষরের আহ্বান জানান আনু মুহাম্মদ।

মুখ্য আলোচকের বক্তব্যে নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার গত সাত মাসেও কমিশনে কোনো চেয়ারম্যান নিয়োগ না দেওয়ায় সরকারের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, এটা যাঁরা করেছেন, তাঁরা অপরাধ করেছেন।

প্রধান উপদেষ্টা হয়তো বিষয়টি জানেন না। তাঁর তিনটা ভিশনের একটা জিরো কার্বন। জিরো কার্বন মানে পৃথিবীকে দূষণমুক্ত রাখা। নদী না থাকলে দূষণমুক্ত কীভাবে হবে।

মন্ত্রণালয়ে যাঁরা বসে আছেন, তাঁরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলেন মুজিবুর রহমান। ৫ আগস্টের পরে নদী দখল অপ্রতিরোধ্য গতিতে চলছে বলেন তিনি। নদী রক্ষায় নিয়োজিত সব সংগঠন মিলে ছায়া নদী রক্ষা কমিশন গঠনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড.

আদিল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশাহিদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরার সদস্য সচিব শরীফ জামিল।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদ সরক র র

এছাড়াও পড়ুন:

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।

তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

সম্পর্কিত নিবন্ধ