বসুন্ধরা গ্রুপকে ঋণ পুনঃ তফসিলের সুবিধা না দেওয়ায় দাবিতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সামনে ঝটিকা প্রতিবাদ করেছে নারীদের প্ল্যাটফর্ম ‘জাস্টিস ফর মুনিয়া’। এই কর্মসূচি থেকে মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার পুনঃ তদন্তের দাবিও জানানো হয়।

আজ শুক্রবার সকাল সাতটার দিকে ৯ জন নারী একটি ব্যানার হাতে ঝটিকা প্রতিবাদ করেন। কর্মসূচিতে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, অধিকারকর্মী নাজিফা তাসনিম খানম, নাসরিন সিরাজ, বীথি ঘোষ, প্রাপ্তি তাপসী ও সায়দিয়া গুলরুখ। এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে আলোকচিত্রী শহিদুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক নারী বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর কলেজশিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি। তা সত্ত্বেও পুলিশ ও পিবিআই তাঁকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ ছাড়াই অভিযোগ থেকে দায়মুক্তি দেয়। এ–সংক্রান্ত মামলায় আনভীরের পিতা আহমেদ আকবর সোবহানও আসামি। তাঁকেও গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ ছাড়াই অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরেই ‘জাস্টিস ফর মুনিয়া’ নামে নারীদের প্ল্যাটফর্মটি মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার পুনঃ তদন্ত দাবি করছে।

ঝটিকা প্রতিবাদের বিষয়টি নিশ্চিত করে রেহনুমা আহমেদ বলেন, ‘বর্তমানে ধর্ষণ ও খুনের বিরুদ্ধে দেশ উত্তাল। সরকারও কঠোর অবস্থান নেওয়ার কথা বলছে। অথচ আমরা দেখছি, মুনিয়া ধর্ষণ ও হত্যার অভিযোগকে পাশ কাটিয়ে বসুন্ধরা গ্রুপকে ঋণ পুনঃ তফসিলের সুবিধা দেওয়া হচ্ছে। ধনী হলেই কি পার পেয়ে যাবে? আমরা সেটিকে চ্যালেঞ্জ জানাতেই ঝটিকা প্রতিবাদ করেছি। একই সঙ্গে আমরা জানতে চাই, বাংলাদেশ ব্যাংক কি নিজের সিদ্ধান্তে নাকি সরকারের ওপরের চাপে এই গ্রুপকে ঋণ পুনঃ তফসিলের সুবিধা দিচ্ছে।’

সংগীতশিল্পী সায়ান বলেন, ‘ধর্ষণ প্রশ্নে আমরা দেখেছি রাষ্ট্রকাঠামোতে যাঁরাই থাকেন, তাঁরাই ক্ষমতাবান ধর্ষকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। তাঁদের রাগাতে চান না; চটাতে চান না। এমনকি তাঁদের সঙ্গে বাণিজ্যও করেন। তার বিপরীতে গরিব ধর্ষকদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা দেখলাম। এটাও কাম্য নয়, কারণ এটি বিচারিক প্রক্রিয়া নয়।’

২০২১ সালের ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজশিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতেই তাঁর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তফস ল র স ব ধ ঋণ প ন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ