বয়স ৩০ এর ঘরে যাওয়ার আগে করেছিলেন ৪৬৩ গোল। অথচ ৩০ বছরের পর গোল করেছেন তারও বেশি! দিন কয়েক আগেই এই মাইলফক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরও অবশ্য এই পর্তুগিজ তারকা তার গোল করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
শুক্রবার (১৪ মার্চ, ২০২৫) দিবাগত রাতে সৌদি প্রো লগির ম্যাচে আল-খলুদকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে আল-নাসর। এই ম্যাচে আল নাসরের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন রোনালদো। করেছেন দলের হয়ে প্রথম গোলটি। ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ী তারকার গোল সংখ্যা এখন ৯২৮টি। ক্যারিয়ার ‘১০০০’ গোল থেকে তিনি ৭২ গোল দূরে।
ঘরের মাঠ আল আওয়াল পার্কের দর্শকরা তখনও ঠিকঠাক বসতে পারেননি ঞ্জিজেদের চেয়াড়ে। তার আগেই গোল। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেন ৪০ বছর বয়সী রোনালদো। এই মৌসুমে এটি তার ১৯তম লিগ গোল। ছয় গজ দূরে জটলাতে বল পেয়ে রোনালদো কোনো ভুল করলেন না বলটি জালে পাঠাতে।
আরো পড়ুন:
আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের আগে ব্রাজিলের দুশ্চিন্তা, নিষেধাজ্ঞা শঙ্কায় নেইমারসহ ১০ তারকা
ব্রুনোর হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ
মিনিট পাঁচেক পরে সফরকারী দল আল-খলুদের মিজিয়ান মাওলিদা গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের ২৬ মিনিটে সাদিও মেনে আল নাসরের বযবধজান দ্বিগুন করেন। রোনালদো মধ্যমাঠ থেকে সালেম আল নাজদিকে থ্রুবল দেন। এই তরুণ লেফট ব্যাক ক্রস করলে দারুণ দক্ষতায় তা জালে পাঠান সাবেল লিভারপুল তারকা মানে।
প্রথমার্ধেই আগেই ক্ল ম্বিইয়ান ফরোয়ার্ড জন ডুরান বযবধান ৩-০ করে স্বাগতিকদের জয়ের নিশ্চয়তা এনে দেন। বিরতির পরপরই স্বাগতিকরা কিছুটা স্তব্ধ হয়ে যায়। ম্যাচের ৫৬ মিনিটে আল নাসর রাইট ব্যাক নওয়াফ বোশাইল দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনে পরিণত হয় তারা। খেলা শেষ হওয়ার ১৮ মিনিট আগে আলী লাজামির আত্মঘাতী গোল কিছুটা উদ্বেগের কারণ তৈরি করেছিল আল নাসরের। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই জয়ের ফলে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। ২৫ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫১। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়েও, গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে চতুর্থ স্থানে আল কুয়াদাসিয়া। ২৫ ম্যাচ শেষে শীর্ষে অবস্থান করছে আল ইত্তিহাদ। অন্যদিকে ৫৪ পইয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হইলাল খেলেছে এক ম্যাচ কম।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল গ ল কর
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।