বাড়ি গেলে এখনো বাবার সঙ্গে মাঠে–ঘাটে কাজ করেন কাবাডি দলের অধিনায়ক শ্রাবনী
Published: 15th, March 2025 GMT
নড়াইলের কেবিএম গার্লস হাইস্কুলে ষষ্ঠ কি সপ্তম শ্রেণিতে পড়েন তখন শ্রাবনী মল্লিক। তাঁর পিসতুতো বোন রিমি সরকার একদিন ক্রিকেট খেলতে নিয়ে গেলেন। ক্রিকেটের নিয়মরীতি শ্রাবনীর মনে ধরল না। সেই যে ক্রিকেট মাঠ ছাড়লেন, আর গেলেন না। স্থানীয় কোচ রবি রজিবুলের হাত ধরে হ্যান্ডবল-কাবাডিতে নাম লেখালেন। রজিবুলের কাছ থেকে স্থানীয় আরেক কোচ তরিকুল ইসলামের কাছ পাঠ নিলেন। স্কুলে পড়ার সময়ই বাংলাদেশ পাটকল করপোরেশন বা বিজেএমসির ক্রীড়া দলে যোগ দিলেন শ্রাবনী মল্লিক। ১২-১৩ বছর আগে সেখানেই পুরোদমে কাবাডি খেলা শুরু।
কাবাডির পাশাপাশি অন্য খেলাও খেলতেন। তাঁর ভেতরের শটপুট-প্রতিভা বিজেএমসিতে বিকাশ লাভ করে। এই ক্লাবের হয়ে আঞ্চলিক প্রতিযোগিতায় শটপুটে পান সোনা। বিজেএমসির জার্সিতে ঢাকায় জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় এসেই মাতিয়ে দেন। জেতেন সোনা। শটপুটে জাতীয় স্তরে ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত সোনা জিতেছেন।
এ মাসেই নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের মেয়েরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র বন
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে