বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দখলের হুমকির নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, এ ধরনের হুমকি কিংবা তার সমর্থনে মব সৃষ্টি জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।

আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের এক সভায় এ আহ্বান জানান জোটের নেতারা। পরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আজ সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলোর ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনবিরোধী গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে, তা আশঙ্কাজনক। এই কর্মসূচি প্রতিহত করতে সিপিবির অফিস দখলের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও সুপরিকল্পিত মব তৈরি করার ঘটনা উদ্বেগজনক এবং স্বাধীন মতপ্রকাশের অন্তরায়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সভাপতিত্বে জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সিপিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে সিপিবি বলেছে, তাদের অফিস দখলের ঘোষণা উদ্বেগজনক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে, যা দেশের সার্বিক পরিস্থিতি আরও সংকটময় করবে।

অপর দিকে আরেকটি বিবৃতিতে সিপিবি অফিসে হামলা ও দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। বিবৃতিতে বলা হয়েছে, কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে বামপন্থীদের কালিমালিপ্ত করা এবং ধর্ষণ–নির্যাতনের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টা করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণত ন ত র ক দখল র

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ