সিপিবির কার্যালয় দখলের হুমকির নিন্দা বাম জোটের
Published: 15th, March 2025 GMT
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দখলের হুমকির নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, এ ধরনের হুমকি কিংবা তার সমর্থনে মব সৃষ্টি জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।
আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের এক সভায় এ আহ্বান জানান জোটের নেতারা। পরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আজ সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলোর ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনবিরোধী গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে, তা আশঙ্কাজনক। এই কর্মসূচি প্রতিহত করতে সিপিবির অফিস দখলের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও সুপরিকল্পিত মব তৈরি করার ঘটনা উদ্বেগজনক এবং স্বাধীন মতপ্রকাশের অন্তরায়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সভাপতিত্বে জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সিপিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে সিপিবি বলেছে, তাদের অফিস দখলের ঘোষণা উদ্বেগজনক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে, যা দেশের সার্বিক পরিস্থিতি আরও সংকটময় করবে।
অপর দিকে আরেকটি বিবৃতিতে সিপিবি অফিসে হামলা ও দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। বিবৃতিতে বলা হয়েছে, কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে বামপন্থীদের কালিমালিপ্ত করা এবং ধর্ষণ–নির্যাতনের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টা করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণত ন ত র ক দখল র
এছাড়াও পড়ুন:
ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক: ফারুকী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।
ইরেশ যাকের বিরুদ্ধে মামলা হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই কথা বলছেন। এবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ইরেশ যাকেরের মামলার বিষয়টি উঠে আসে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।
ইরেশ যাকেরের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।