মাদারীপুরে মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Published: 18th, March 2025 GMT
মাদারীপুরের ডাসার উপজেলায় একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। ফরহাদ মাতুব্বর উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম মঙ্গলবার (১৮ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরহাদ মাতুব্বর মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষকে লিবিয়া দিয়ে ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে। তাদের অনেকে লিবিয়ায় গিয়ে নিখোঁজ রয়েছেন। কেউ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরছেন। পরে ফরহাদ মাতুব্বরের নামে ভুক্তভোগী পরিবার ডাসার ও কালকিনি থানায় মামলা করেন। মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। গত রবিবার (১৬ মার্চ) বিকেলে র্যাবের একটি দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশে হস্তান্তর করে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, মানবপাচার ও দমন আইনের একাধিক মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’