বাংলাদেশে আমদানি করা কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের অর্ধেকই ভেজাল ও নকল, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভেজাল ও মানহীন কসমেটিকস ব্যবহার করে ক্যান্সারসহ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন ভোক্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, ভেজাল ও নকল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। 

সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত বেশ কয়েকটি অভিযানে উঠে এসেছে, নকল ও ভেজাল কসমেটিকসের ভয়াবহ চিত্র। বিএসটিআই বাজার থেকে ৩৪টি পণ্য পরীক্ষা করে দেখতে পায় আমদানিকৃত এসব পণ্যের ১৭টিই ভেজাল ও মানহীন, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। এতে ভোক্তাদের মাঝে উদ্বেগ আরো বেড়েছে।

আরো পড়ুন:

অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

পাবনা মানসিক হাসপাতাল থেকে গ্রেপ্তার ২ দালালের কারাদণ্ড

রাজধানীর মিরপুর শাহ আলী প্লাজায় বিএসটিআইর একটি অভিযানে দেখা যায়, পূর্বে তালিকা করা আমদানিকৃত কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের বেশিরভাগই ভেজাল ও ত্বকের জন্য ক্ষতিকর। এমনকি এরইমধ্যে নিষিদ্ধ করা বিদেশি স্কিন ক্রিমও সেখানে বিক্রি, বিতরণ ও বাজারজাতরত অবস্থায় পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত অভিযানটিতে এই ভয়ংকর তথ্য উন্মোচিত হয়।

হাতিরঝিলে পুলিশ প্লাজায় ‘দ্য কোরিয়ান মল বাংলাদেশ’ নামে একটি ব্র্যান্ড শপে অভিযান চালায় বিএসটিআইর টিম। এ সময় বাধ্যতামূলক তালিকায় থাকা বেশ কয়েক ধরনের পণ্য বিএসটিআই সার্টিফিকেট না নিয়েই বিক্রি করা হচ্ছিল। এসব পণ্যের কোনোটিরই আমদানি তথ্য বা ছাড়পত্র দেখাতে না পারায় সাত দিনের সময় দিয়ে সতর্ক করে দেয়। 

বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়া ভেজাল কসমেটিকস পণ্যের মজুদ। 

একই দিনে রাজধানীর মিরপুরে আরেকটি অভিযানে ‘সাজগোজ’ এর আউটলেটে বিএসটিআই মান সনদ ও ছাড়পত্র ছাড়া আমদানি করা বিদেশি কসমেটিকস পাওয়া যায়। এসব পণ্যের বিপরীতে মান সনদ ও আমদানি তথ্য না দেখাতে পারায় সতর্ক করে তাদের জরিমানা করেন বিএসটিআইর ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

ভেজাল ও নকলের বিরুদ্ধে বিএসটিআইর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন উদ্যোক্তারা। তারা বলেন, বাংলাদেশ হাতের নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য। এরই মধ্যে অথেনটিক কসমেটিকসের রিটেইল শপও চালু হয়েছে। তারা ক্রেতাদের অনুরোধ জানিয়েছেন ভেজাল পণ্য কিনে প্রতারিত না হতে।

নামি-দামি একটি বিউটি প্রোডাক্টসের আউটলেটে অভিযান চালিয়ে ভেজাল কসমেটিকস পণ্য পান ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেট।

রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও মেগাস্টার শাকিব খান বলেন, “আমি গর্বের সাথে বলতে পারি, কসমেটিকস ও স্কিন কেয়ার খাতে এখন আর বাংলাদেশ পরনির্ভরশীল নয়। শুরু থেকেই কঠোর মান নিয়ন্ত্রণ করে পণ্য উৎপাদন করে আসা রিমার্ক-হারল্যান দেশের বাজারে সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য সরবরাহ করছে। শুধু তাই নয়, সম্মানজনক হালাল সার্টিফিকেট অর্জন করে এখন শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটেও প্রবেশ করতে যাচ্ছে রিমার্ক-হারল্যান। তাই আমি সবাইকে আহ্বান জানাব, অল্প কিছু লাভের আশায় নকল ভেজাল কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য বিক্রি না করে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্যের বিপণনে যুক্ত হওয়ার এখনই সময়।”

এ সময় বাংলাদেশে জাতীয় মান নির্ধারণের জন্য সরকার স্বীকৃত একমাত্র দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএসটিআইকে ধন্যবাদ জানিয়ে মেগাস্টার শাকিব খান বলেন, “দেশের মানুষের ভালো থাকার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাওয়া এই প্রতিষ্ঠানটি আমাদের অন্যতম সম্পদ। আমি বিএসটিআইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”

বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার ভেজাল কসমেটিকস পণ্য।

এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি জামাল উদ্দীন বলেন, “বিএসটিআইর অভিযানে যে চিত্র উঠে এসেছে, তা উদ্বেগজনক। যারা ভেজাল ও নকল কসমেটিকস আমদানি করছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। বাংলাদেশ এখন বিশ্ববাজারে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের রপ্তানিকারক দেশ হতে চলেছে। যেখানে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা রয়েছে, সেখানে ভেজাল ও নিম্নমানের পণ্য আমদানি মোটেও কাম্য নয়। বরং এখনই সময় ভেজাল পণ্য আমদানির বিপক্ষে শক্তিশালী অবস্থান গড়ে তোলার।”

তিনি বলেন, “বর্তমানে দেশেই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অ্যাক্রিডেটেড ল্যাবে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বমানের কালার কসমেটিকস এবং স্কিন কেয়ার পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য রিমার্ক-হারল্যান ইতোমধ্যে সারা দেশে হারল্যান স্টোরের মাধ্যমে অথেনটিক কসমেটিকস বিক্রি করছে। হাতের কাছেই সহজলভ্য গুণগত মানসম্পন্ন এসব পণ্য থাকায় ভেজাল কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য আমদানির বিষয়টি এখন অন্যায় ও অযৌক্তিক। ক্রেতাসাধারণের কাছেও আমাদের অনুরোধ থাকবে, দেখে শুনে মানসম্মত কসমেটিকস কিনবেন। ভেজাল ও নকল পণ্য কিনে প্রতারিত হবেন না।”

ঢাকা/হাসান/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আমদ ন ভ জ ল ও নকল ব এসট আইর র জন য আমদ ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ