নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ার চুরির অপবাদ দিয়ে এক নারী শ্রমিককে নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রতিতী ট্রেড এজেন্সির মালিক আব্দুল হান্নান খানের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ মার্চ) কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রুমি আক্তার আয়শা (২৫) বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত রুমি আক্তার সাতক্ষীরার আশাশুনির বড়দল এলাকার মোস্তাক মালির মেয়ে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় বসবাস করেন। অভিযুক্তরা হলেন, হান্নান খান (৪০) এবং রাসেল (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মাস পূর্বে রুমি আক্তার আয়শা কদমতলী এলাকায় অবস্থিত প্রতিতি ট্রেড এজেন্সি নামীয় গার্মেন্টস ট্রেনিং সেন্টারে নিযুক্ত হোন। এরপর বিগত সময়ে আমি ঠিকভাবে কাজ করলেও হান্নান খান তার বেতন ভাতা প্রদান না করে বিভিন্ন তালবাহানা করতে থাকে।

এরই ধারবাহিকতায় একাধিকবার তার বেতনের টাকা দাবি করলে হান্নান খান তাকে বেতনের টাকা প্রদান না করে কুরুচিপূর্ণ মন্তব্যসহ কুপ্রস্তাব প্রদান করেন। 

গত ৩ মাস আগে থেকেই হান্নান খান, রাসেলের সাথে প্ররোচনা করে তাকে ফুসলিয়ে রাসেলের বাসায় নিয়ে যায়। পরবর্তীতে ওই নারী শ্রমিক কু প্রস্তাবে রাজি না হওয়ায় তারা তাকে অকথ্য ভাষায় গাল-মন্দসহ নানানভাবে হুমকি প্রদর্শন করেন।

এরই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ সকালে হান্নানের কাছে তার পাওনা বেতন দাবি করলে সে তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে এসএস পাইপ দিয়ে এলোপাথারি জখম করে এবং শ্লীলতাহীনতার চেষ্টা চালায়। 

এসময় রুমি আক্তার আয়শার সঙ্গে থাকা একটি ৪ আনি ওজনের স্বর্ণের আংটি, একটি ৭ আনি ওজনের স্বর্ণের চেইনসহ একটি ব্যাগ রেখে দেয়। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।  

ভুক্তভোগী রুমি আক্তার আয়শা বলেন, আমি তিন মাস ধরেই এখানে কাজ করছিলাম। কিন্তু তারা বেতন নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে। একসময় প্রতিতী ট্রেড লাইসেন্সের মালিক আব্দুল হান্নান খান আমাকে কুয়াকাটা নেওয়ার কুপ্রস্তাব দেয়।

আমি এতে রাজী না হলে আমার উপর বর্বর হামলা চালায়। তাদের হামলায় ডান হাত দিয়ে আমি এখন কোনো কাজ করতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।  

অভিযুক্ত হান্নান খান বিষয়টি স্বীকার করে বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। সিদ্ধিরগঞ্জে এসে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানান তিনি।

তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। দোষীদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ