লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসবের প্রস্তুতি সভায় দুই পক্ষের হট্টগোল
Published: 19th, March 2025 GMT
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব লাঙ্গলবন্দের অষ্টমী স্নান উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভা হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের হট্টগোলের মধ্যে শেষ হয়েছে। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে।
বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শংকর সাহা বক্তব্য প্রদান কালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে থাকেন "এই সংকর সাহা সাধারণ সম্পাদক থাকাকালীন ৮৫টি মূর্তি ভাঙ্গা হয়েছে সেলিম ওসমানের পরামর্শে। এরপর থেকেই শুরু হয় বিশৃঙ্খলা যা এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরে সভার সভাপতি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি দুই গ্রুপ এভাবে ঝগড়া করেন তাহলে অনুষ্ঠান আয়োজন করা কষ্ট হয়ে যাবে। পুণ্য স্নানে যারা পুণ্যার্থী আসবেন তারা আতঙ্কিত হয়ে থাকবেন আপনাদের দুই পক্ষের ঝগড়ার কারণে।
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে আজ লজ্জাবোধ করছি আপনাদের এই আচরণের কারণে। আপনারা যদি এই আচরণ অব্যাহত রাখেন তাহলে পূণ্য স্নানে পাপ মোচন হবে না বরং আরো পাপের বোঝা ভারী হবে। এটা পেশি শক্তি দেখানোর জায়গা না। আপনারা নিজেরা ঝগড়া বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হন। আমরা সবাই মিলে একটা সুন্দর আয়োজন করব।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই স্নান উৎসব আয়োজনের লক্ষ্যে দুটি পাল্টাপাল্টি কমিটি রয়েছে। আমি নিশ্চিত এই দুই কমিটি একটা সংঘর্ষে জড়াবে। তাই আমি জেলা প্রশাসক মহোদয়কে বলবো সকলকে নিয়ে একটি আয়োজক কমিটি গঠন করে দেয়ার জন্য।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দীর্ঘদিন যাবত এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। হঠাৎ করে এই বছর এই আয়োজনকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তারা এই রাষ্ট্রের শত্রু দেশের শত্রু। বাংলাদেশের ভাবমূর্তি বহি:বিশ্বে নষ্ট করার জন্য এটা একটা চক্রান্ত হিসেবে আমরা ধরে নেবো। তাই আমরা চাই সকলে মিলেমিশে একটি সুন্দর আয়োজন করতে।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন লাঙ্গলবন্দ স্নান উৎসব আয়োজনের লক্ষ্যে যেসব প্রতিবন্ধকতা গুলো আছে সেগুলো সমাধানে বিভিন্ন দিকনির্দেশনা লিখিত আকারে পড়ে শুনান এবং দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক ( উপ- সচিব) ড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ন ন উৎসব সরক র
এছাড়াও পড়ুন:
গোলের উৎসবের ম্যাচে বার্সা-ইন্টারের রুদ্ধশ্বাস ড্র
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল মানেই তো উত্তেজনার চূড়ান্ত রূপ। আর মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে কাতালোনিয়ার মন্টজুইকে যা দেখা গেল— তা যেন শুধুই একটি ফুটবল ম্যাচ নয়, বরং ছয় গোলের অনির্দেশ্য গল্প। যেখানে বার্সেলোনা ও ইন্টার মিলান মিলে একসঙ্গে রচনা করল রোমাঞ্চ আর বীরত্বের এক অপূর্ব মহাকাব্য। দুইবার পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-৩ গোলে সমতা টানল কাতালান জায়ান্টরা।
ম্যাচ শুরুই হলো যেন বজ্রপাত দিয়ে। সময়ের কাঁটায় মিনিটও পেরোয়নি। এর মধ্যেই ইন্টারের মার্কুস তুরাম এক চতুর ব্যাকহিল ফিনিশে বল ঠেলে দেন জালে। সেই মুহূর্তে স্তব্ধ হয়ে পড়ে পুরো কাতালান রক্ষণভাগ। এরপর ২১ মিনিটে কর্নার থেকে ডেনজেল ডামফ্রিসের অ্যাক্রোবেটিক ভলিতে যেন বার্সার হৃদয়েই ঘা লাগে, ইন্টারের লিড তখন ২-০ গোলে।
তবে ইতিহাস বলে— বার্সেলোনার যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেই ধারাতেই, ডানদিক থেকে দুরন্ত ছন্দে এগিয়ে এসে বক্সে ঢুকে বল জালে পাঠালেন কিশোর বিস্ময় লামিনে ইয়ামাল। ইন্টারের দ্বিতীয় গোলের মাত্র তিন মিনিট পর আসে এই গোল, যা এই ম্যাচে বার্সার ফেরার না বলা প্রতিশ্রুতি হয়ে উঠেছিল।
সেই ইয়ামাল পরে আরও একবার প্রায় গোল করে ফেলছিলেন। কিন্তু ভাগ্য মুখ ফিরিয়ে নেয়। বল লাগে পোস্টে। তবে কাতালান আশা তখনও নষ্ট হয়নি। ৩৮ মিনিটে ফেরান তোরেস ডানদিক থেকে আসা পাসে ওয়ান-টাইম ফিনিশে বল জড়ান জালে, ফিরিয়ে আনেন সমতা। ম্যাচ তখন যেন টানটান থ্রিলারে রূপ নেয় এবং শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে বলের দখলে ও খেলার ছন্দে এগিয়ে থাকলেও ৬৪ মিনিটে আবারও হোঁচট খায় বার্সা। কর্নার থেকে হেডে ডামফ্রিস করেন তার দ্বিতীয় গোল। ইন্টার আবারও এগিয়ে যায়। কিন্তু বার্সা মানেই তো ক্ষণিকের বিশ্রামে আবার অগ্নি হয়ে ওঠা। দ্রুতই আসে জবাব। রাফিনহার দূরপাল্লার গর্জে ওঠা শট প্রথমে লাগে পোস্টে, এরপর ফিরে এসে লেগে যায় গোলরক্ষক ইয়ান সমারের পিঠে, এরপর বল ঢুকে পড়ে জালে। ম্যাচ আবারও ৩-৩। যদিও এটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়, কাতালানদের জন্য তা যেন নবজন্মের এক চুম্বন।
শেষ বাঁশি পর্যন্ত দুই দলই তীব্রভাবে চেষ্টা করেছে জয় ছিনিয়ে নিতে। কিন্তু ভাগ্য সেদিন ছিল ভারসাম্যপন্থী।
এখন সব অপেক্ষা দ্বিতীয় লেগের। আগামী ৬ মে মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামে লেখা হবে এই নাটকের অন্তিম অঙ্ক। এক ম্যাচ, এক ফলাফল, এক জয়ী— আর সেই জয়ীর জন্য অপেক্ষা করছে মিউনিখের আলো-আড়ম্বরের রাত। ইউরোপীয় ফুটবলের মঞ্চে চূড়ান্ত পরীক্ষার দিন।
সান সিরোর আকাশে হয়তো আবার জ্বলে উঠবে এক নতুন রূপকথার তারা।
ঢাকা/আমিনুল