এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার (২৫ মার্চ) শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে ইতোমধ্যে শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে ভারতের বিপক্ষে লড়তে। আজ রোববার (২৩ মার্চ) অনুশীলন শেষে বাংলাদেশের রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় তপু বর্মন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি এই ম্যাচকে দেখছেন অন্যরকম সম্ভাবনা হিসেবে। আর সেটা মূলত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরীর উপস্থিতির কারণে।

তপু বর্মন বলেন, ‘‘ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি, তবে এবার ব্যাপারটা একদম আলাদা। দেখতেই পারছেন, ম্যাচ ঘিরে কতটা হাইপ তৈরি হয়েছে! দেশের মানুষ অনেক আশাবাদী, আমাদের দিকেই তাকিয়ে আছে। আমাদের মূল লক্ষ্য হলো রক্ষণভাগ শক্ত রাখা এবং গোল না খাওয়া। আমি ও আমার তিনজন ডিফেন্ডার সতীর্থ মিলে শক্ত প্রতিরোধ গড়তে চাই।’’

ভারতকে সমীহ করে তপু বলেন, ‘‘ভারত বরাবরই ভালো দল। তাদের খেলোয়াড়েরা আইএসএলের মতো প্রতিযোগিতামূলক লিগ খেলে এসেছে। যদিও ইনজুরির কারণে কয়েকজন খেলোয়াড় ছিটকে গেছে, তবে যারা বদলি হিসেবে দলে যোগ দিয়েছে, তারাও ভালো মানের ফুটবলার। ভারতীয় দল যে মানের ফুটবল খেলে, সেটা আমাদের মাথায় রাখতে হবে।’’

আরো পড়ুন:

‘আমাদের হাতে এখনও দ্বিতীয় লেগ আছে’

জার্মানি-ইতালি ম্যাচে ফিরে আসছে ২০০৬ বিশ্বকাপের স্মৃতি

ভারত বাংলাদেশের বিপক্ষের এই ম্যাচকে সামনে রেখে দলে ফিরিয়েছে সুনীল ছেত্রীকে। অভিজ্ঞ ফরোয়ার্ডের বিষয়ে তপু বলেছেন, ‘‘দেখুন, সুনীল অবসর নেওয়ার পর ভারত কোনো ম্যাচ জিততে পারেনি। তিনি ফেরার পরই দল জয়ের ধারায় ফিরেছে। এটা থেকেই বোঝা যায়, তিনি দলে কতটা গুরুত্বপূর্ণ। তার ওপর আলাদা নজর দিতে হবে আমাদের।’’

বাংলাদেশ দলে হামজা যোগ দিয়েছেন মাত্র ছয়দিন হলো। এর মধ্যেই তিনি সবার মন জয় করে নিয়েছেন। সবার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ফেলেছেন। তার কাছ থেকে শেখার সুযোগ দেখছেন তপু, ‘‘হামজা দলের সবাইকে আপন করে নিয়েছে। তার সঙ্গে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে আমাদের। বিশেষ করে, তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে উন্নতির পথ নিয়ে আলোচনা করি। শুধু ফুটবল নয়, ব্যক্তিগত বিষয়েও কথা হয় আমাদের। এই ভালো বোঝাপড়াটা আমাদের জন্য দরকার ছিল। এই সম্পর্ক ধরে রাখতে পারলে মাঠে ভালো ফল করা সম্ভব। আমাদের দায়িত্ব হলো তাকে বোঝানো যে, আমরা সবাই একসঙ্গে সফল হতে চাই।’’

বাংলাদেশ দলের জন্য ভারতের বিপক্ষে এই ম্যাচটি কেবল আরেকটি ম্যাচ নয়, বরং নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। এবার দেখার বিষয় তারা কতটা সফল হতে পারে!

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল এই ম য চ আম দ র

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ