আইপিএল ‘এল ক্লাসিকো’র ফল ছাপিয়ে কাল রাত থেকে আলোচনায় একটি দৃশ্য। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে চেন্নাই সুপার কিংস জেতার পর সেই ছেলেটির কাঁধে হাত রেখে কথা বলছেন মহেন্দ্র সিং ধোনি।

এক কান ছেলেটির মুখের কাছে নিয়ে আরও কিছু জানতে চাইছেন। যাওয়ার আগে কয়েকবার পিঠও চাপড়ে দিলেন। কাউকে কতটা মনে ধরলে ধোনির মতো একজন কিংবদন্তি তাঁর ব্যাপারে এতটা কৌতূহলী হয়ে ওঠেন!

কোন ছেলের কথা বলা হচ্ছে, নিশ্চয় বুঝতে পারছেন। মুম্বাই ইন্ডিয়ানসের তরুণ বোলার ভিগনেশ পুথুরের নাম রাতারাতি ক্রিকেট বিশ্ব জেনে গেছে। টি-টোয়েন্টিতে এমনিতেই রিস্ট স্পিনারদের কদর দিন দিন বাড়ছে। চায়নাম্যান হলে তো কথাই নেই!

ম্যাচ শেষে ভিগনেশ পুথুরের সঙ্গে কথা বলেন মহেন্দ্র সিং ধোনি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ মারা গেছেন

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ